দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে ত্বক হয় শুষ্ক, রুক্ষ, খসখসে যেনো প্রাণহীন। এই মলিন রুক্ষ ত্বককে সতেজ ও আদ্রতা ধরে রাখতে পারলে ত্বক হয়ে ওঠে প্রাণঞ্ছল মহনীয় এবং লাবণ্যময়।
এই সতেজ ও সুন্দর ত্বকের জন্য কতগুলো বিউটি টিপস্ যথেষ্ট। ত্বকের ধরণ ভেদে তার পরিচর্যা করতে হয়। ত্বক তৈলাক্ত, রুক্ষ বা স্বাভাবিক যাই হোক না কেনো সৌন্দয্য রক্ষায় নিম্নলিখিত বিষয়গুলোর দিকে দৃষ্টি দিতে হবে।
# প্রথম শর্ত হলো ভালো করে সমস্ত মুখ ধোয়া। মুখ ধুয়ে ফ্রেস ওয়াশ (Face Wash) বা টোনার (Toner) ব্যবহার করতে হবে। শীতে ধুলাবালি বেশি থাকে বলে ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে।
# তৈলাক্ত ত্বকে শীতকালে ত্বক স্বাভাবিক দেখালেও মশ্চেরাইজার ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। দিনে বাইরে যাওয়ার সময় সানস্ক্রিণ ব্যবহার করতে হবে।
# মিশ্র স্বাভাবিক ত্বকে দিনে ২/৩ বার মশ্চারাইজিং ক্রিম (Moisturisering Lotion/Moisturisering Cream) ব্যবহার করতে হবে।
# শুষ্ক ত্বকে আদ্রতা ধরে রাখতে গ্লিসারিণ পেট্রোলিয়াম জেলি বডি অয়েল (Body Oil) ব্যবহার করতে হবে।
# ত্বক পরিচর্যার সবচেয়ে উপযুক্ত সময় হলো রাত। রাতে শোবার আগে হাতমুখ ভালো করে ধুয়ে-মুছে আদ্রতা ও সতেজতা ধরে রাখতে নাইট ক্রিম (Night Cream) বা লোশনের (Lotion) সাথে পেট্রোলিয়াম জেলি (Petroliam Jelly) এক সাথে মিশিয়ে লাগাতে হবে এবং মুখ ধিরে ধিরে ম্যাসেজ করতে হবে।
# গোসলের পর সমস্ত শরীরে গ্লিসারিণ বা বডি অয়েল (Body Oil) ব্যবহার করা ভালো।