দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ২৯ ডিসেম্বর রোববার সারাদেশ থেকে মানুষকে রাজধানী অভিমুখে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও ১৮ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এ কর্মসূচিকে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে অভিহিত করেছেন।
বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধায় রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
দেশের সব শ্রেণী-পেশার মানুষকে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকায় আসার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেন, বিজয়ের এ মাসে রাজধানীতে বিএনপির কার্যালয়ে সবাই সমবেত হবেন। মা-বোন, ছাত্র-যুবক, কৃষক, আলেমসহ সবাইকে দলে দলে ঢাকার আসার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বাসে-লঞ্চে যে যেভাবে পারেন ঢাকা চলে আসেন।
সমঝোতা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা সমঝোতার চেষ্টা করেছিলাম। কিন্তু সরকার চায়নি। দেশবাসী তার প্রমাণ পেয়েছে। সরকার বিএনপির প্রস্তাবে সাড়া দেয়নি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ঘরে ঘরে আজ কান্নার রোল। শহর ও গ্রামে আতংক ছড়িয়ে পড়েছে। কিন্তু সরকার নির্বিকার। তিনি সকলকে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।