দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল সোমবার রাতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি শেষে গতকাল ১৮ দলের পক্ষে বিএনপি এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেছে, আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকাল ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এই অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব অভিযোগ করে বলেন, ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে সরকার শুধু বাধা দেয়নি, পথে পথে নেতা-কর্মীদের নির্যাতন করেছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ করবে ১৮ দলীয় জোট। তিনি খালেদা জিয়ার পক্ষ থেকে জোটের নেতা-কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান।