দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ. এম. এরশাদ আজ শনিবার শপথ নিচ্ছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে শপথ নেওয়ার আজ শেষ দিন। দলীয় একটি সূত্র শপথ নেয়ার এ খবর নিশ্চিত করেছে।
আজ শনিবার সকালে অথবা দিনের যে কোন সময় এরশাদের শপথ নেয়ার কথা রয়েছে। এমনটাই বলেছেন জাতীয় পার্টির একটি সূত্র। তবে এরশাদের এই শপথের পেছনে আরও কিছু শর্ত নাকি রয়েছে এমন আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার অন্য এমপিদের সঙ্গে জাপার ৩১ জন শপথ নিলেও শর্ত পূরণের আশ্বাস না পাওয়ায় সেদিন শপথ নেননি এরশাদ। এমন কথায় বলেছে দলীয় ওই সূত্রটি। আর এখন সেসব শর্ত পূরণের আশ্বাস পেয়েই শনিবার শপথ নিতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ. এম. এরশাদ। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে শপথ নেয়ার যে নিয়ম রয়েছে আজ তার শেষ দিন। রংপুর-৩ আসনে নির্বাচিত হন এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ২/৩ দিনের মধ্যেই পার্টির চেয়ারম্যান শপথ নিবেন। তবে তিনি সাংবাদিকদের এর বেশি কিছু বলেননি। কিন্তু পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, ‘স্যার শনিবার সকালে শপথ নিবেন।’ সিএমএইচে অবস্থানের দীর্ঘ ৩০ দিন পর এইচ. এম. এরশাদ আজ আবার বের হচ্ছেন। হয়তো আজ থেকে আবার স্বাভাবিকভাবে জীবন-যাপনের সুযোগ হবে দীর্ঘ ৯ বছর ক্ষমতায় থাকা সাবেক এই রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদের।
উল্লেখ্য, মনোনয়ন জমা দিয়ে এসেই হঠাৎ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরশাদ। এমন অবস্থায় সরকার বেশ বিব্রত অবস্থায় পড়ে। এরপর ১২ ডিসেম্বর তাঁর বারিধারার বাসা থেকে সিএমএইচে নিয়ে আসে র্যাব। প্রথমে তাকে গ্রেফতার করা হয়েছে বলা হলেও পরে বলা হয়, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এরপর থেকে চলে নানা নাটক। এমন অবস্থাতেই নির্বাচন হয় এবং জাতীয় পার্টি দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিরোধী দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।