দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুলের যত্ন না করলে চুল ভালো থাকে না। তারজন্য বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার। প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন কিভাবে নেবেন সে বিষয়ে আজ আলোচনা করা হলো।
# চুলের খুসকি দূর করার জন্য হেনার (মেহেদি) সঙ্গে পেঁপে ও লেবুর রস মিশিয়ে লাগালে উপকার পাওয়া যাবে। পেঁপে চুলের কণ্ডিশনারের কাজ করে।
# ১টি কলা কেটে তারসঙ্গে মধু, লেবুর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে চুলে লাগালে যাদের ক্যামিকেল ট্রিটমেন্টের কারণে চুল রুক্ষ্ম হয়ে গেছে তাদের চুলের রুক্ষ্মতা দূর হবে এবং চুলের কণ্ডিশনারের কাজ করবে।
# চুলের খুশকি দূর করতে, চুল কালার করতে এবং কণ্ডিশনার হিসেবে মেহেদির ব্যবহার ফলাফল অপরিহার্য। সপ্তাহে এক দিন মেহেদির সঙ্গে টক দই, ডিম, লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ও চুলে লাগালে চুলের খুসকি দূর হবে এবং চুল পড়া বন্ধ হবে। এই মিশ্রণটি চুলের কণ্ডিশনারের কাজ করে, গোড়া শক্ত করে। চুলে কালার করতে হলে মেহেদির সঙ্গে টক দই, লেবুর রস, সিক্কাই, কফি, চায়ের লিকার একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে দুই ঘণ্টা রাখতে হবে।
# ডিম চুলের কণ্ডিশনারেরও কাজ করে। সপ্তাহে একদিন ডিমের সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগালে চুলের আদ্রতা দূর হবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে।
# মধু চুলের কণ্ডিশনার হিসেবেও কাজ করে। মধুর সঙ্গে পাকা কলা বা পাকা পেঁপে মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে উঠবে নরম ও ঝরঝরে।
# কণ্ডিশনার হিসেবে চায়ের লিকার খুবই উপকারী। শ্যাম্পু করার পর চুলের মধ্যে চায়ের লিকার ঢেলে দিলে চুল হয়ে উঠবে মশৃণ।