দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অজানা এক আশংকায় রয়েছেন দেশবাসী। আজ বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন। কি কর্মসূচি আসছে সেজন্য দেশবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা।
আজ হোটেল ওয়েস্টিনে বিকাল ৪টায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ১৮দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। এ খবর নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।
১৮ দলীয় জোটের পক্ষ থেকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্বাচন পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ১৮ দলীয় জোটের নেতারা। সেখানেই নির্ধারিত হয় পরবর্তী আন্দোলনের কর্মসূচি কি হবে সে বিষয়ে। তবে আজকের বেগম জিয়ার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় ইতোমধ্যে বিরোধী দলের আসন হারিয়েছে বিএনপি। বিএনপিকে ছাড়াই নির্বাচন করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, মিয়ানমার ও নেপালও নব গঠিত আওয়ামীলীগ সরকারকে অভিনন্দন জানিয়েছে।