The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দেখে নিন সাহারা মরুভূমির অসাধারণ মৃত আগ্নেয়গিরির দুর্লভ কিছু ছবি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ Waw an Namus হচ্ছে সাহারা মরুভূমির একটি মৃত আগ্নেয়গিরি। এটি পৃথিবীর বৃহৎ লবণাক্ত হৃদ গুলোর একটি। আজ দি ঢাকা টাইমসের প্রতিবেদনে উঠে আসবে Waw an Namus এর দুর্লভ এবং অসাধারণ কিছু ছবি।


oasis_in_volcano_01

এই বিশাল Waw an Namus মৃত আগ্নেয়গিরি ১২ মাইল দীর্ঘ। দূর থেকে দেখে বুঝার উপায় নেই এখানে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়ে আছে। চারিদিকে মরুভূমি এবং মাঝে মৃত আগ্নেয়গিরি Waw an Namus।

Waw an Namus এর চারপাশে রয়েছে লবণাক্ত জলাভূমি। মহাকাশ থেকে দেখলে এই মৃত আগ্নেয়গিরি চারপাশে দেখা যায় অসংখ্য ছাই এর আস্তরণ। এটি যখন অগ্নুৎপাত করেছিল তখন এই এলাকার চারদিকে ছড়িয়ে দিয়েছিল ভূগর্ভস্থ শিলার ছাই। এসব ছাই এখনো মহাকাশ থেকে ধারন করা ছবিতে পরিষ্কার দেখা যায়।

oasis_in_volcano_02

মহাকাশ থেকে পাঠানো ছবিতে আরও দেখা যায় আগ্নেয়গিরির ছাইয়ের ভস্ম ২০০ মাইল ব্যপি! এখান থেকেই ধারণা করা যায় কত বিশাল এলাকা নিয়ে এই আগ্নিওগিরি এক সময় রাজত্ব করেছিল।

oasis_in_volcano_03

বিশাল সাহারা মরুভূমির এই অংশে এলে পাওয়া যায় লবণাক্ত পানির ঠিক পাশেই একটি মিষ্টি পানির হ্রিদের।

oasis_in_volcano_05

দক্ষিণ লিবিয়ার জনগণের জন্য অনেক আগে থেকেই এই এলাকা ছিল পান যোগ্য পানির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।

oasis_in_volcano_04

দীর্ঘ সময় এই আগ্নেয়গিরি বহির-বিশ্বের কাছে সম্পূর্ণ অজানা ছিল। তবে ১৮৬২ সালে Karl Moritz von Beurmann এই আগ্নেয়গিরি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উম্মুক্ত করেন লেখার মাধ্যমে।

oasis_in_volcano_06

১৯২০ সালে প্রথম কোন আন্তর্জাতিক দর্শনার্থী Laurent Lapierre এই এলাকা ভ্রমণে আসেন যিনিকিনা আবার ফরাসী সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। Laurent Lapierre এই যায়গা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন ইয়োরোপে।

ভিডিওতে দেখুনঃ

এর ১১ বছর পরে ইতালির গবেষক Ardito Desio আসেন Waw an Namus দেখতে। তিনি এর বিষয়ে বিস্তারিত গবেষণাও চালান।

এখন এই Waw an Namus এর এলাকা পর্যটকদের জন্য তীর্থ স্থান বলা চলে।

সূত্রঃ Viralnova

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali