The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

২ হাজার বছর পুরোনো গ্লাসিয়ারে পাওয়া ২০০ মানুষের কঙ্কালের রহস্য উন্মোচন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতের উত্তরখান্দের একটি অংশে অবস্থিত রূপকুন্ড যা আসলে একটি হিমালয়ের বরফ গলা পানির গ্লেসিয়ার হ্রদ। একে স্থানীয়রা কঙ্কালের হৃদ বলেও ডাকে কারণ এখানে পাওয়া গেছে অসংখ্য মানুষের কঙ্কাল!


614_Fotor_Collage

এখানে প্রথম কঙ্কালের বিষয়টি আবিষ্কার করেন ব্রিটিশ এক রেঞ্জার ১৯৪২ সালে। সে সময়ে বরফ গলা পানি শুকিয়ে গেলে এখানে অসংখ্য মানুষের কঙ্কাল পাওয়া যায়। পরবর্তীতে এসব কঙ্কাল নিয়ে নানান গবেষণা বিশ্লেষণ চলে।

কেও কেও দাবি করেন এসব কঙ্কাল আসলে জাপানি সৈনিকদের। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলা কালে হিমালয়ের এই অঞ্চল দিয়ে পার হওয়ার সময়ে এখানেই তারা যেকোনো কারণে এক সাথে নিহত হন। পরবর্তীতে এখানে তাদের দেহ পড়ে থাকে দীর্ঘ সময়।

আরেকটি দল দাবি করেন এই সব কঙ্কাল ভারতীয় সৈন্যদের। ভারতীয় General Zorawar Singh এবং তাঁর সেনা দলের। General Zorawar Singh তিব্বত যুদ্ধ চলার সমসাময়িক কালে নিজের ব্যাটালিয়ন সহ নিখোঁজ হয়ে যান। সে সময় থেকে তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। ধারণা করে হয় General Zorawar Singh সৈন্যদল সহ হিমালয়ের বিরূপ আবহাওয়ার কারণে মারা যান।

roopkund-the-skeleton-lake_Fotor_Collage

কিন্তু এখন বিশ্লেষকরা দাবি করছেন, এই কঙ্কালের স্থুপ আসলে অন্য কারো নয় এসব কঙ্কাল স্থানীয় বাসিন্দাদের যারা দল বেঁধে এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সে সময় হিমালয়ের বরফ ধ্বস নামে এবং সবাই এক সাথেই বরফে চাপা পড়েন। করুন মৃত্যু হয় সকল অভিযাত্রীর।

বিজ্ঞানিরা কঙ্কালের আলট্রাসাউন্ড পরীক্ষা করে দেখতে পান, এসব মানুষ মারা গেছেন মাথায় টেনিস বলের মত গোল কোন বস্তুর আঘাতে। আর এই বস্তু অন্য কিছুই নয় এসব হচ্ছে হিমালয়ের পাহাড়ের পাথর অথবা বরফের পিন্ড!

গবেষকরা বলছেন, রূপকুন্ড অঞ্চলের হৃদটিতে সব সময় বরফের মৌসুমে বরফে ঢাকা থাকে এবং যখন বরফ গলে যায়, বরফ গলা পানি এই হ্রদে এসে জমে। সেই পানির সাথে নেমে এসেছে অসংখ্য মানুষের দেহাবশেষ।

রূপকুন্ড হিমালয়ের অত্যন্ত আলোচিত একটি স্থান। প্রতিবছর অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। বিশাল হিমালয়ে এরকম আরও অসংখ্য গ্লাসিয়ার হ্রদ রয়েছে । এসব হ্রদের খুব কম সংখ্যকেরই রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। হিমালয় এখনো অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কিছুদিন আগেই একজন বাংলাদেশী পর্বত আরোহী সেখানে বরফে চাপা পড়ে মারা যান।

সূত্রঃ Viralnova
ধন্যবাদান্তেঃ Indiatoday

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali