দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমিন আমিন ধ্বানিতে মুখরিত হয়ে উঠেছিল টঙ্গীর তুরাগ তীর। প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ বেলা ১২.৫৫ শুরু হয়ে শেষ হয় ১.১৮ মিনিটে।
মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানদের আগমনের এক মহাসম্মিলন ঘটেছিল আজ টঙ্গীর তুরাগ তীর। দেশের ৬২ জেলা ছাড়াও রাজধানীর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হাজির হন বিশ্ব ইজতেমার এই দোয়া মাহফিলে। দোয়ার মাধ্যমে এই প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হলো। দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার থেকে। আগামী রবিবার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলিগ জামায়াতের এই বিশাল মহা সমাবেশের।
এবার এখানে এসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা। তাঁরা মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অপার নৈকট্য লাভের আশায় এসেছিলেন।
আজ রবিবার প্রথম পর্বের আখেরী মোনাজাতে বাংলাদেশ বিশ্ব শান্তি ও মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত কামনা করা হয়। সত্য ও ন্যায়ের পথে চলার জন্য আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করা হয়।
ফজরের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ ছুটেছেন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাতে শরীক হতে। আমিন আমিন ধ্বনি শুধু তুরাগ তীরই নয় ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে প্রকম্পিত করে তোলে। মহান আল্লাহর রহমতের আশায় দুহাত তুলে মোনাজাত করেন সবাই। কেওবা ভবনের ছাদে, কেওবা রাস্তায়, কেওবা ঘরে বসে টিভি সেটের সামনে মোনাজাত ধরেন। এভাবে বিভিন্ন স্থান থেকে মোনাজাতে শরীক হন লক্ষকোটি ধর্মপ্রাণ মুসলমান। টঙ্গীর তুরাগসহ উত্তরা থেকে শুরু করে কয়েক লক্ষ লক্ষ মানুষ সমবেত হন এই মোনাজাতে।
উল্লেখ্য, গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর জুমার নামাজে লক্ষ লক্ষ মুসলমান হাজিন হন। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরাসহ রাজধানীর বহু ধর্মপ্রাণ মুসলমান হাজির হন।