দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বব্যপি ড্রোন একটি বিশেষ ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হয়ে উঠছে। এর আগে আমরা জানিয়েছিলাম সাবমেরিন থেকে ড্রোন উড়ার কথা। আমাদের আজকের প্রতিবেদনে উঠেএসেছে এবার ড্রোন থেকে উড্ডয়ন করানো হল রকেট।
যদিও বিষয়টি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে তবে এটি পরীক্ষামূলক হলেও এর ফলে নতুন দ্বার উম্মচিত হবে। এই প্রক্রিয়াতে অদূর ভবিষ্যতে মোবাইল রকেট লাঞ্চার হিসেবে আকাশে রকেট উড্ডয়ন সম্ভব হবে।
এই রকেট উড্ডয়নের ফলে হয়তো খুব শিগ্রই এক দেশ থেকে অন্য দেশে নিক্ষেপণ যোগ্য দূরপাল্লার ক্ষেপণ অস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। বর্তমানে ভূমি থেকে নিক্ষেপণ করা হয়ে থাকে এসব অস্ত্র!
এই ড্রোন থেকে রকেট নিক্ষেপণের পরীক্ষাটি অত্যন্ত সফল একটি পরীক্ষা হয়েছে। যা বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে একে আরও বিশাল পরিসরে প্রয়োগ করা যেতে পারে।
সাধারণত ড্রোন আকাশে উড়ে তাঁর সাথে সংযুক্ত পাখার সাহায্যে তবে এসব পাখা ড্রোনকে একটি বিশেষ ভারসাম্য ধরে রেখে উড়তে সাহায্য করলে। তবে রকেট আকাশে উড়তে প্রয়োজন একটি শক্তিশালী ভিত্তি কারণ রকেট যখন আকাশে নিক্ষিপ্ত হয় তখন সাধারণ ভাবেই এটি প্রচণ্ড বেগে নিচের দিকে ধাক্কা দেয়। যার প্রভাবে এর উড্ডয়ন শক্তি তৈরি হয়।
চলুন দেখে নিই কিভাবে ড্রোন থেকে আকাশে রকেট উড়ানো হলঃ
সূত্রঃ দি টেক জার্নাল