দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র দুই বছর বয়সের এক শিশু দক্ষ স্কেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিস্ময়কর হলেও ঘটনাটি সত্যি। এই শিশুটিকে সবাই ‘বিস্ময় শিশু’ হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি স্কেটিংরত টনি নামে এই ২ বছরের শিশুর একটি ভিডিও ফুটেজ ইউটিউবেও ছাড়া হয়। লক্ষ লক্ষ দর্শক তা দেখে অবাক হন। অস্ট্রেলিয়ার এই শিশুটি তার স্কেটিং দেখিয়ে বিশ্ববাসীকে অবাক করেছে। এক অসম্ভবকে সম্ভব করেছে দুই বছরের শিশু টনি হর্ক। এই শিশুকে অনেকেই নাম দিয়েছেন ‘বিস্ময় শিশু’ হিসেবে।
http://www.youtube.com/watch?v=9nGgt07z5EY
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই স্কেটিং চালু আছে। কিন্তু সেটি কেবলই একটি সৌখিন বিষয়। বাংলাদেশে এই স্কেটিং তেমনভাবে জনপ্রিয়তা না পেলেও পশ্চিমা দেশগুলোতে স্কেটিং খুবই জনপ্রিয় একটি খেলা।