দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যুর পরও তার মোটর সাইকেলটি সঙ্গি হলো। এমন একটি অভিনব ঘটনা ঘটেছে সমপ্রতি যুক্তরাষ্ট্রের ওহিও নগরীতে।
আমরা সবাই জানি মৃত্যুর পর মানুষের সঙ্গে কিছুই দেওয়া হয় না। মুসলমানদের কয়েক গজ কাপড় আর হিন্দুদের পুড়িয়ে দিয়ে থাকে না কিছুই। এমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বিদেরও এমন কোন রেওয়াজ নেই যে মৃত্যুর পর তার কোন সম্পদ সাথে দেওয়া হয়। কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও নগরীতে। ওই শহরের ৮২ বছর বয়ষ্ক স্টানলির ক্ষেত্রে। তিনি মৃত্যুর আগে তার পরিবারকে বলেছিলেন তার প্রিয় মোটর সাইকেলটি যেনো মৃত্যুর পরও তার সঙ্গে দিয়ে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা সত্যিই তার শেষ ইচ্ছা পুরণ করেছেন। মৃত্যুর পর তার মোটর সাইকেলটিতেই তাকে বসিয়ে কবর দেওয়া হয়েছে। যেভাবে তিনি মোটর সাইকেলটি চালাতেন ঠিক সেই ভঙ্গিতেই তাকে সমাহিত করা হলো। গত ২৬ জানুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান স্টানলি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার জন্য একটি কাঁচের বক্স তৈরি করে মোটর সাইকেলটিতে তিনি যেভাবে বসতেন ঠিক সেভাবে তাকে বসিয়ে হেলমেট পরিয়ে সমাহিত করা হয়। এই ঘটনা জানাজানি হলে বহু দূর-দূরান্ত থেকে বহু মানুষ এমন আজব ঘটনা দেখতে আসেন। এই ঘটনা অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
উল্লেখ্য, ওই মোটর সাইকেলটি ছিল ১৯৬৭ সালের ইলেক্ট্রা গ্রিড ক্রুজার হার্লি ডেভিডশনের পুরনো মডেলের। আর এই মোটর সাইকেলটি জীবদ্দশায় সব সময়ের সঙ্গী ছিল স্টানলির।
তথ্যসূত্র: forums.eog.com/