দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবী ভ্রমণ করা অনেকেরই বহুদিনের আকাঙ্খিত স্বপ্ন – তবে সবার স্বপ্ন পূরণ হয় না। অনেকেই আছেন সৌভাগ্যবান তাদের একজন রিক মেরেকি। সে এবং তার দুই সহযোগী ৪৪ দিনে ১১ টি দেশ ভ্রমণ করেছেন, তৈরি করেছেন অসাধারণ একটি ভিডিও – যেখানে মনে হয় তিনি এক জায়গা থেকে হেঁটে হেঁটে আরেক জায়গায় চলে যাচ্ছেন। আসুন তার ভ্রমণের ছবিগুলো এবং ভিডিও দেখে নিই।
Rick Mereki অস্ট্রেলিয়ান নিবাসী স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং একই সাথে ভ্রমণের ভিডিও তৈরি করে থাকেন।
১) তার ভ্রমণ শুরু হয় অস্ট্রেলিয়া থেকে, সাথে দুইজন সহযোগী। মোট বিমানের ফ্লাইটে উঠেছেন ১৮ টি।
২) ভ্রমণ করেছেন ৩৮ হাজার মাইল। অবাক হওয়ার মত বিষয়।
৩) উদ্দেশ্য ছিলো ভিন্নধর্মী ফিল্ম তৈরি করা। সে পথে পরিশ্রমও করেছেন অবর্ণনীয়।
৪) ক্যামেরা ব্যবহার করেছেন দুইটি। কোন কিছুতেই ছাড় দেননি তিনি।
৫) ফিল্মটি তৈরি করতে নিয়েছেন টেরাবাইট পরিমাণ ফুটেজ। পরিমাণ শুনে ভিমড়ি খাবেন যে কেউ।
৬) পরিশ্রম হলেও বিভিন্ন দেশ ভ্রমণ এবং নৈসর্গিক স্থানগুলোতে অবস্থানের মাধ্যমে তারা তাদের কাজ উপভোগ করেছেন সেটা নিশ্চিত বলা যায়।
৭) ব্যাপারটি ছিলো অত্যন্ত সাধারণ একটি কন্সেপ্ট।
৮) ফিল্মটি তৈরির পর সেটি বিষ্ময়কর সুন্দর একটা কাজে পরিণত হয়েছে।
ভিডিওটি দেখুনঃ
রিক মেরেকির এমন কাজ বেশ প্রশংসনীয় হয়েছে এবং এই ধরনের কাজ ভ্রমণপিয়াসী সবার দেখা উচিত।
তথ্যসূত্রঃ ভিরালনোভা