দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী ডায়াবেটিস থেকে নিরাময় পাওয়ার পন্থা আবিষ্কারের খুব কাছা কাছি পৌঁছে গেছেন বলে দাবি করেছেন। প্রাথমিক ভাবে ইঁদুরের শরীরে এই পরীক্ষা করা হলে আশানুরূপ ফলাফল পাওয়া গেছে।
বর্তমান সময়ে ডায়াবেটিস একটি মারাত্মক রোগ, শিশু কাল কিংবা যৌবন কালেই এই রোগ শরীরে বাসা বাঁধে এবং বাকি জীবন দুর্বিষহ করে তুলে। সঠিক ভাবে নিয়ন্ত্রণে না রাখা হলে ডায়াবেটিস একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। ডায়াবেটিসকে বহুমূত্র রোগও বলা হয়ে থাকে। সাধারণত একজন মানুষের অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তবে তাঁর ডায়াবেটিস হয়েছে বলে ধরা হয়। ফলে ডায়াবেটিস আক্রান্ত রোগীকে নিয়মিত ইনসুলিন নিয়ে শরীরে ইনসুলিনের ভারসাম্য ঠিক রাখতে হয়।
এবার আমেরিকার এক দল বিজ্ঞানী বিশেষ এক টিস্যু সেল গঠনের মাধ্যমে মানব শরীরের ভয়ংকর ব্যাধি ডায়াবেটিস দূর করার বিশেষ চিকিৎসা আবিষ্কার করেছেন। গবেষকদের দাবি তাঁরা ইঁদুরের দেহে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে গ্লুকোজ নিয়ন্ত্রণে সফলতা পেয়েছেন আর এতে করে খুব সহজেই টাইপ ১ ডায়াবেটিস সম্পূর্ণ রূপে নির্মূল করা সম্ভব।
গবেষণা প্রতিবেদনে বলা হয় গবেষকরা ইঁদুরের শরীর থেকে ‘ফাইব্রোব্লাস্ট’ কোষ নিয়ে একে এন্ডোডার্ম কোষে রূপান্তর করেন। এন্ডোডার্ম কোষ ইনসুলিন তৈরিতে অগ্ন্যাশয়ের মত কাজ করে। পরের ধাপে গবেষকরা এই কোষকে পিপিএলসি বলছেন। এই পিপিএলসি কম ইনসুলিন উৎপাদনকারী ইঁদুর বা টাইপ ১ ডায়াবেটিস আছে এমন ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়।
ভিডিও
পিপিএলসি টাইপ ১ ডায়াবেটিসে ভোগা ইঁদুরের শরীরে প্রবেশ করানোর পরেই দেখা যায় বিশেষ পরিবর্তন। ঐ ইঁদুরের শরীরে টাইপ ১ ডায়াবেটিস কমতে শুরু করেছে এবং প্রয়োজনীয় ইনসুলিনও তৈরি হতে শুরু করেছে। ফলে এই কোষ যদি মানুষের শরীরে প্রবেশ করানো হয় তাহলেও একই প্রক্রিয়াতে ইনসুলিন তৈরি হবে। এতে টাইপ ১ ডায়াবেটিস রোধ করা সম্ভব হবে বলেই বিজ্ঞানীরা মনে করছেন।
সূত্রঃ দ্যা গার্ডিয়ান