দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনলাইনে ক্রয় বিক্রয়ের সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং ওয়েবসাইট eBay তে ঘটল ভিন্ন রকম এক ঘটনা। ইংল্যান্ডের এক ব্যক্তি eBay তে নিজের বান্ধবীকে বিক্রয় করে দেয়ার বিজ্ঞাপন দিয়েছেন!
ইংল্যান্ডের বাসিন্দা Shaun Coles, নিজের দীর্ঘদিনের প্রিয় বান্ধবী Debbie Moran কে মার্কেটিং সাইট eBay তে বিক্রয় করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিলেও এক্ষেত্রে বেশ কিছু মানুষ Debbie Moran কে কিনে নিতে নিলামে অংশ নিয়েছে!
সর্বশেষ তথ্য মতে, মোট ৫০ জন আগ্রহী ক্রেতা মরান’কে কিনে নিতে আগ্রহ দেখিয়ে নিলামের অংশ নিয়েছেন। নিলামে সর্বোচ্চ দর উঠেছে ৯১ হাজার ৮’শ ৬ টাকা! যদিও eBay তে ক্রয় বিক্রয়ের নিয়ম অনুযায়ী সেখানে মানুষ বিক্রয়ের কোন বিধান নেই।
এদিকে Shaun Coles এবং Debbie Moran তাদের এক সাক্ষাৎকারে জানিয়েছেন সম্পূর্ণ বিষয়টি মজার জন্য ঘটানো হয়েছে। তাঁরা শুধুমাত্র দেখতে চেয়েছেন ভালোবাসা দিবসের আগে এমন ঘটালে কেমন হয়!
Shaun Coles মিডিয়াকে বলেন, ‘আমি দেখতে চেয়েছি আসলে আমার বান্ধবীর জন্য কেমন দাম উঠে, তবে আমি আমার বান্ধবীকে কোন কিছুর বিনিময়েই বিক্রয় করছিনা। আমি দেখছি যেসব আগ্রহীরা নিলামে অংশ নিয়েছেন তাঁরা সবাই ইংল্যান্ডের বাসিন্দা। আমি চাইছিলাম কোন আন্তর্জাতিক ক্রেতা আগ্রহী হয় কিনা দেখতে।
এদিকে যাকে বিক্রয়ের বিষয়ে বিতর্কের সৃষ্টি সেই Debbie Moran বলেন,”আমাকে Shaun Coles প্রথমে বিষয়টি জানালে আমি আগ্রহী ছিলাম না, তবে আমি নিশ্চিত ছিলাম সে আমাকে কোন কিছুর বিনিময়েই বিক্রয় করবেনা। আমরা একে অপরকে খুব ভালোবাসি।”
Debbie Moran এবং Shaun Coles দুই জনের পরিচয় প্রায় ৬ বছরের, তাঁরা জানায় তাঁরা অত্যন্ত সুখী। অনলাইনে নিজের বান্ধবীকে বিক্রির বিষয়টি শুধুই মজার জন্য- এখানে অন্য কোন উদ্দেশ্য নেই। Shaun Coles যখন জানতে পারেন এটি eBay এর নিয়ম বহির্ভূত সাথে সাথে নিজের দেয়া বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন।
সূত্রঃ বিজনেসইনসাইডার , আইটিভি