দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল তাজরিন ফ্যাশনের মালিক ও তার স্ত্রীর জামিন বাতিল হয়েছে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু ওই আদালতে জামিনের জন্য আসামী পক্ষের আইনজীবি বলেছিলেন, ‘জামিন না দিলে বিশ্বকাপের ওপর প্রভাব পড়বে’।
তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তরের জামিনের জন্য বিশ্বকাপ ফুটবলের দোহাই দিলেন আইনজীবীরা। আইনজীবীরা বলেন, ‘এই কোম্পানি বিশ্বকাপ ফুটবল উপলেক্ষে বিভিন্ন দলের জার্সি বানানোর কাজ পেয়েছে। এই আসামিরা জামিন না পেলে বিশ্বকাপ ফুটবল খেলায়ও প্রভাব পড়তে পারে। বেকার হতে পারে হাজার হাজার শ্রমিক। কোনো অপরাধ না থাকা সত্বেও আজ তাদেরকে আসামি হতে হয়েছে। মালিক হওয়াই তার একমাত্র অপরাধ।’ তবে শেষতক তা ধোপে টেকেনি। আদালত জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
অপরদিকে আদালত থেকে আসামিদের জেল হাজতে নিয়ে যাওয়ার সময় উপস্থিত আহত ও নিহতদের আত্মীয়-স্বজনরা তাদেরকে গালাগালি ও নানা ভাষায় কটুক্তি করতে শোনা যায়।।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে এক ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ১১১ জন নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হয়। সেই বিভীশিকাময় আগুনের কথা এখনও মানুষ ভোলেনি।