দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর বিষয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কামারুজ্জামানের আইনজীবি আইনমন্ত্রীর বক্তব্যকে ‘অপব্যাখ্যা’ বলে অভিহিত করেছেন। কামারুজ্জামানের আইনজীবি শিশির মনির আজ রবিবার দুপুরে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে চূড়ান্ত রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের আইনজীবি শিশির মনির ‘আইনমন্ত্রী আইনের অপব্যাখ্যা দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘জেল কোডের ৯৯১ ধারা উল্লেখ করে রায় শোনার দিন হতে ৭ দিন সময়সীমার মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে- কিন্তু আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা আইনের অপব্যাখ্যা।’
আইনজীবি শিশির মনির বলেন, ‘মৃত্যু পরোয়ানা গ্রহণ করার পর হতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নতুন জেল কোড অনুযায়ী ১৫ দিন এবং পুরাতন জেল কোর্ড অনুযায়ী ৭ দিনের বিধান রয়েছে।’ তিনি আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যকে ‘মনগড়া’ উল্লেখ করে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।