দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর অনেক দেশে অনেক হাস্যকর আইন আর আইনের প্রয়োগ দেখা যায়। এরকম একটি ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। নয় বছর আগে ভাড়া নেয়া মুভির ক্যাসেট ফেরত না দেয়ায় এক মহিলাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।
কায়লা মিখাইল ফিনলে বাস করে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার পিকেন্স শহরে। তার বয়স ২৭ বছর। একটি অপরাধের নালিশ নিয়ে সে নিকটস্থ পুলিশ স্টেশনে যায়। তার পরিচয় অনুসন্ধান করতে গেলে পুলিশ তার নামে একটি গ্রেফতারি পরোয়ানা দেখতে পায়। ভাড়া নেয়া একটি মুভি ক্যাসেট ফেরত না দেয়ায় এই আদেশ।
ফিনলে ২০০৫ সালে ডাল্টন ভিডিও থেকে “মনস্টার-ইন-ল” মুভিটি ভাড়া নেয়। কিন্তু এটি ফেরত দিতে ভুলে যায়। যার কারণে ডাল্টন ভিডিও তার নামে পুলিশ স্টেশনে নালিশ করে। পুলিশ বলেছে তারা নোটিশ পাঠিয়েছিলো। যদিও ফিনলের দাবি সে কোনো নোটিশ পায়নি।
দেখে নিন ফিনলের ফেরত না দেয়া মুভি “মনস্টার-ইন-ল” এর ট্রেলার:
যার অভিযোগের ভিত্তিতে ৯ বছর পর ফিনলে জেলে গেল, সেই ডাল্টন ভিডিওর এখন আর অস্তিত্ব নেই। অনেক আগেই এর ব্যবসা বন্ধ হয়ে গেছে।
ফিনলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছে। সে এই ঘটনায় ক্ষুব্দ। তার মতে, পিকেন্স শহরের এর চেয়ে ভাল কিছু করার যোগ্যতা নেই।
একটি মুভি ক্যাসেট ফেরত না দেয়ায় ফিনলেকে জেলে যেতে হল। তাও নয় বছর পর। আপনার কাছে ফেরত দেয়া হয়নি এমন কিছু থাকলে জলদি ফেরত দিয়ে আসুন। কখন কোন অপরাধে ধরা খেতে হয় বলা যায় না।
সূত্রঃ CNET