The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বের সবচেয়ে পাতলা অ্যানড্রয়েড ফোন Gionee এর Elife S5.5

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ MWC মোবাইল মেলায় বিশ্বের সব ধরনের আধুনিক মোবাইলের প্রদর্শনী হয়। সম্প্রতি হয়ে গেল প্রদর্শিনীটি। এতে সবচেয়ে পাতলা সেট হিসেবে খেতাব জিতেছে Gionee Elife S5.5।


gionee-elife-s55-200214

Gionee কোম্পানির সর্বশেষ সংযোজন Elife S5.5। নাম থেকেই বুঝা যাচ্ছে, সেটটি ৫.৫ মিলিমিটার পুরু। এটি ইন্ডিয়ায় বাজারজাত হবে চলতি বছরের মার্চ মাসে। ELIFE S সিরিজটি কোম্পানির নতুন সিরিজ। এটি অবমুক্ত করার মাস খানেকের মধ্যে ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

gionee-elife-s5-5_139333883920

চলুন জেনে নিই Elife S5.5 এর বিশেষত্ব গুলোঃ
এটির ডিসপ্লে ৫ ইঞ্চি, পুরোপুরি HD সাপোর্ট করা AMOLED প্লাস স্ক্রিন ব্যবহার করা হয়েছে। দ্রুত গতিতে কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে true Octa-core 1.7GHz প্রসেসর। এই ফোনে অ্যানড্রয়েডের অন্যরকম সংস্করণ AMIGO অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

Gionee-Elife-S5.5-Price-In-India

এতে ব্যাক ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এই সেটে প্রথম বারের মত ৯৫ ডিগ্রি প্রশস্ত ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার ফলে ভিডিও যোগাযোগের সময় আগের চেয়ে বেশি জায়গা দেখা যাবে।

Gionee-ELIFE-S5.5-hands-on-image-2

এই ফোনে ক্যামেরা সেটিং দুই ধরনের- সাধারণ এবং প্রফেশনাল। এছাড়া রয়েছে চার্ম ক্যামেরা যাতে রয়েছে স্বয়ংক্রিয় মেইক আপ মুড, ফুটপ্রিন্ট মুড এবং মিটিং মেমো মুড।

Elife S5.5 পাওয়া যাবে কালো, সাদা, নীল, পিঙ্ক এবং বেগুনী রঙে।

সবচেয়ে পাতলা এবং আধুনিক সব সুবিধা থাকায় এটি খুব সহজে বাজার ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।

সূত্রঃ FinancialExpress

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali