দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি দুই বছরের বালক তার মাকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আইফোনের ফেসটাইম অ্যাপ ব্যবহার করেছে। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের একটি শহরে। লরা টুন নামের একজন মহিলা কুকুরের আক্রমণের শিকার হলে তার দুই বছরের ছেলে তাকে সাহায্য করে।
লরা টুন বলেন, একটি পালিত কুকুর হঠাৎ তাকে আক্রমণ করে এবং তার আঙ্গুল কামড়ে ধরে। তিনি কুকুরটিকে ছাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু এটি তার হাত রক্তাক্ত করে ফেলে। তারপর তিনি তার আইফোন দিয়ে ৯১১ কল করার চেষ্টা করেন কিন্তু কথোপকথনটি পুরোপুরি শেষ করতে পারেননি। তার ৪ বছর বয়সী ছোট মেয়ে আইফোনের মধ্যে রক্ত এবং তার মায়ের এই অবস্থা দেখে ভীত হয়ে পড়ে। এই সময় তার ছেলে রান্নাঘর থেকে টাওয়াল নিয়ে আসে। নিজেই ফ্লোরের রক্ত পরিষ্কার করে। তারপর তার মায়ের আইফোনের ফেসটাইম অ্যাপ দিয়ে মায়ের বন্ধুকে কল করে এবং বিষয়টি জানায়। বন্ধুটি অতিদ্রুত সাহায্য নিয়ে আসে। এভাবেই একটি ছোট বালকের বুদ্ধিমত্তায় বিপদ থেকে রক্ষা পায় তার মা।
আরো পড়ুনঃ কুকুরের মস্তিষ্কের সঙ্গে মানুষের মস্তিষ্কের মিল রয়েছে!
যুক্তরাষ্ট্রের এই ঘটনাটি থেকে বোঝা যায় প্রযুক্তিকে খুব দ্রুতই ধরতে এবং ব্যবহার করতে পারে শিশুরা। লরা টুনের এই দুই বছরের বাচ্চাকে দেখে মনে হয় রবীন্দ্রনাথের বীরপুরুষ।
তথ্যসূত্রঃ হাফিংটনপোস্ট