The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

চিত্র বিচিত্র: জাপানের বানরের রেষ্টুরেন্ট [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ হোটেল রেস্তোরাঁয় তো অনেক খেয়েছেন, এমন কোন রেষ্টুরেন্ট কি আদৌ দেখেছেন যেখানে আপনাকে খাবার পরিবেশন করা সহ খাবারের অর্ডার নেয়ার সব কাজ করছে বানর? হ্যাঁ আজ তেমন এক রেষ্টুরেন্টের বিষয়ে আমরা বিস্তারিত জানবো।


Monkey-Waiters-Pub

উত্তর টোকিওর ‘কায়াবুকিয়া তেভার্ন‘ নামের এ রেস্টুরেন্টটিতে ‘ইয়াট চ্যান‘ ও ‘ফুকো চ্যান‘ নামের দুটি বানর ওয়েটার হিসেবে কাজ করছে বেশ কয়েক বছর ধরে। দুজনেই এই কাজে দারুণ দক্ষ। অতিথিরা রেষ্টুরেন্টে এসে চেয়ারে বসলেই ‘ইয়াট চ্যান‘ ও ‘ফুকো চ্যান‘ এর যেকোনো একজন এসে হাজির হয় এবং কে কি খাবে সেই বিষয়ে অর্ডার নেয়া শুরু করে। অর্ডার নেয়া শেষ হলে তাদের মাঝে অন্য আরেকজন ঠিক ঐ সব খাবার আবার নিয়ে আসে টেবিলে।

F2014012413284520567204548

অতিথিরা দুই বানরের এমন কাণ্ডে সত্যি অবাক না হয়ে পারেন না। বানর দুটি সম্পূর্ণ মানুষের মতোই সুন্দর ভাবে সকল কাজ গুছিয়ে করে। এমনকি তারা কি অর্ডার দিচ্ছে তাও ঠিক বুঝে সেই খাবার অতিথিদের টেবিলে নিয়ে আসে। বানরদের এই কাজ দেখে রেষ্টুরেন্টের অতিথিরা তাদের বাড়তি উপহার দিয়ে যায়।

Izakaya-Kayabuki-Japan1

ইয়াট চ্যান ওর সহকর্মী বানরটির চেয়ে দুই বছরের বড়, ইয়াট চ্যান এখন ১৬ বছর বয়সী। তারা দুই জনেই ‘কায়াবুকিয়া তেভার্ন’ নামের রেষ্টুরেন্টটির মালিক কাউরু অটসুকার পোষা বানর। তবে প্রথম দিকে তারা এই ওয়েটারের কাজ করতো না। একদিন কাউরু অটসুকা তার এক বানরের হাতে একটি তাওয়েল রাখতে দিলে বানরটি সেটি একজন অতিথিকে দিয়ে আসেন। সেই থেকে ‘ইয়াট চ্যান’ ও ‘ফুকো চ্যান’ এর ওয়েটার হিসেবে কাজ করা শুরু।

monkey3_682_608679a

এখন বানর দুটি অত্যন্ত অভিজ্ঞ, তারা রেষ্টুরেন্টের সব কিছুই সুন্দর ভাবে গোছানো এবং পরিপাটি করে রাখে। অতিথিরাও তাদের কাজে খুশি, রেষ্টুরেন্টের মালিকও খুশি।

monkey

ভিডিওঃ

http://youtu.be/KeSQ5Rv7eH8

এসব বানরের হয়তো মানুষদের মত বুদ্ধি বা বিবেক নেই, তবে সত্যি প্রভুর দেয়া অবলা জীবদের মাঝে কিছু গুণ মাঝে মাঝে মানুষকেও হার মানায়।

সূত্রঃ ডেইলিমেইল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali