The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বামবা’র সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড এলআরবি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েসনের (বামবা) সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছে। কারণ হিসবে আইয়ুব বাচ্চু জানিয়েছেন অনিবার্য পরিস্থিতি এবং মীমাংসার মতো নয় এমন দুটি বিষয়ের কথা।


LRB

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েসনের (বামবা) প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে, তবে আইয়ুব বাচ্চু নিজের ব্যান্ড এলআরবি নিয়ে এর সদস্য হন ১৯৯১ সালে এলআরবি প্রতিষ্ঠার পর থেকেই। শুক্রবার রাতে এলআরবির ফ্রন্টম্যান ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু নিজের ফেইসবুকে একটি পদত্যাগ পত্র পোস্ট করেন। পদত্যাগপত্রটি ইংরেজিতে প্রকাশ করেন আইয়ুব বাচ্চু। সেখানে লেখা ছিল, ” আমরা (এলাআরবি) ১৪ মার্চ তারিখ থেকে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েসনের (বামবা) এর সদস্যপদ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি, এবং এটা আজীবনের জন্য।”

AB+Letter+2

তবে সদস্যপদ থেকে নিজেদের সরিয়ে নেয়ার আবেদন পত্রে এলআরবি জানায় বামবা’তে থাকা সময় অত্যন্ত আনন্দের ছিল তা এলআরবি সব সময় মনে রাখবে।

এদিকে বামবা থেকে কেনো এলআরবি’র এই সরে যাওয়া এই বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যায়, মূলত বাংলাদেশের আরেক ব্যান্ড মাইলসের সাথে টি২০ বিশ্বকাপে গান গাওয়া নিয়ে বিরোধ কে কেন্দ্র করে এলআরবির এই সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত কনসার্টের দেশের দুই শীর্ষ ব্যান্ড এলআরবি এবং মাইলসের গান গাওয়ার কথা ছিল, তবে মাইলসের আগে এলআরবি স্টেজে গান পরিবেশন করাকে কেন্দ্র করে দুই ব্যান্ডের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়।”

miles-640

এদিকে কি হয়েছিল আসলে টি২০ বিশ্বকাপের সেলিব্রেশন অনুষ্ঠানে? এ বিষয়ে সেদিন কনসার্টের ইভেন্ট ম্যানেজার প্রতিষ্ঠান গ্রে অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইফুল আজিম  এক মডিয়াকে বলেন, ‘মাইলস সময় মত মাঠে না থাকার কারণে, মাইলসের নির্ধারিত সময়ে এলআরবি’কে স্টেজ দেয়া হয়, কারণ এলআরবি’র মাইলসের পরেই গান পরিবেশন করার কথা ছিল।”

মাইলসের পক্ষ থেকে শাফিন আহমেদ এর আগেই এক ফেসবুকে পোস্ট অডিও বার্তায় জানান, “এলআরবি তাদের বিশ্বকাপ সেলিব্রেশন অনুষ্ঠানে স্টেজে উঠতে দেয়নি, অথচ মাইলস তাদের জন্য নির্ধারিত সময়েই স্টেজের সামনে সকল ব্যান্ড সদস্য নিয়ে হাজির ছিল।’

শাফিন আহমেদ আরও বলেন, ‘সেদিন প্রোগ্রাম যেভাবে সাজানো ছিল তাতে অর্ণব, সোলস ও তার পরে আমাদের বাজানোর কথা। সন্ধ্যাবেলা টাইমমতো আমরা মাঠে উপস্থিত হই। যখন সোলস তাদের পার্টটা মাত্র শেষ করে নামল। তখন আমরা মাইলস সম্পূর্র্ণভাবে উপস্থিত সকল মেম্বার নিয়ে।”
http://www.youtube.com/watch?v=mtHRLJTyHew

শাফিন আহমেদ বৃহস্পতিবার রাতে আপলোড করা ১১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় ইংরেজি বাংলার মিশেলে বলেন, “পার্টিকুলারলি দিস ওয়ান ব্যান্ড, যারা এ ধরনের রোল প্লে করে এসেছে, অনেকের সাথে বছরের পর বছর এবং আজকে বড় ধরনের একটা গেম প্লে করে তারা হয়তো নিজেদেরকে মনে করছে খুব ভিক্টোরিয়াস। বাট ট্রাস্ট মি, গেম হ্যাজ জাস্ট বিগান। আই থিঙ্ক উই হ্যাভ টেকেন এনাফ।”

এদিকে এলআরবি তাদের বিপক্ষে আনা মাইলসের অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে ফেসবুকে পোস্ট করা অডিও’র বিষয়ে সাইফুল আজিম বলেন, ““এটা আনপ্রফেশনাল, অবান্তর ও হাস্যকর।”

উল্লেখ্য বর্তমানে বামবা’র সভাপতি হিসেবে আছেন মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হামিন আহমেদ। এর আগে প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুল হকও বামবা থেকে ছোট বড় ব্যান্ডের মাঝে বৈষম্য সৃষ্টির অভিযোগ এনে নিজের নির্বাহী পদ থেকে ইস্তফা দেন ২০১১ সালে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali