The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দেখে নিন পরবর্তী প্রজন্মের iPhone কেমন হতে পারে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ একটি নতুন আইফোন বাজারে আসার পর থেকে আবার নতুন মডেলের অন্য একটা আইফোন বের হবার পূর্বমুহুর্ত পর্যন্ত বেশ কিছু সংখ্যক ঘটনা ঘটে, যেমন গুজবের ছড়াছড়ি, কেমন বিক্রি হবে তার একটা অ্যানালিটিক্যাল এমন অনেক কিছুই। চলুন বিস্তারিত জানা যাক।


এক আইফোন ও তার পরবর্তী মডেলের আইফোন বাজারে আসার মধ্যবর্তী সময়ে যে সব গুজব ছড়িয়ে পড়ে, ফোনের বিক্রি সম্বন্ধে বিশ্লেষকরা অনুমান করেন, স্পেসিফিকেশন আস্তে আস্তে প্রকাশিত হয় এবং সবচেয়ে মজাদার যে বিষয়টি, তা হলো ডিজাইনাররা নতুন নতুন কনসেপ্ট তৈরি করেন যা আমাদের সে দিকে আরো বেশি আকৃষ্ট করে তোলে। এরকমই একটি কনসেপ্ট ডিজাইন করেছেন স্যাম বেকেট। আসুন পরিচিত হওয়া যাক কল্পনা ও বাস্তবের মিশেলে তৈরি কনসেপ্ট “ আইফোন এয়ার” এর সাথে।

ইতিমধ্যে কিছু গুজব ছড়িয়ে পড়েছে যে, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের আইফোনের ডিসপ্লেতে কিছু বৈশিষ্ট্য যোগ করবে। ভিডিওতে দেখা যায়, নতুন আইফোনের ডিসপ্লে পূর্বের তুলনায় ১৭ গুণ বড় এবং একই সাথে এতে ৬৮% অতিরিক্ত পিক্সেল রয়েছে। আরো সঠিকভাবে বলতে গেলে, তার কনসেপ্টে আছে ৪.৭ ইঞ্চির ১০৮০পি ডিসপ্লে, প্রতি ইঞ্চিতে ৪৬৮ পিক্সেল।

ছবি কৃতজ্ঞতা : CICCARESE

“আইফোন এয়ার”(“iPhone Air”) এর পুরুত্ব ৭ মিমি যা আইফোন ৫ এস এর তুলনায় কিছুটা কম পুরু। কর্নিং গোরিলা গ্লাস যা বহু বছর ধরেই আইফোনের একটি প্রতীক তার বদলে বেকেট স্যাফায়ার ক্রিস্টাল ডিসপ্লের প্রস্তাবনা করেছেন। এই স্যাফায়ার ক্রিস্টাল ডিসপ্লে আইফোনের ক্যামেরাতে ব্যবহার করা হয় আর তাদের কারণেই সেই নীল বা বেগুনি রঙের উজ্জ্বল আলোকরশ্মি ছবিতে দেখা যায়।

এছাড়াও কনসেপ্ট ডিজাইনটিতে ১০ মেগাপিক্সেল শুটার ও দ্রুততর A8 চিপ ব্যবহার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয়ট হচ্ছে “আইফোন এয়ার” কনসেপ্টে খুব বেশি ডিজাইন ব্যবহার করা হয়নি, এমনকি তা দেখতে প্রায় আইফোন ৫এস এর মতোই। এতে আগের মতই টাচ সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এর আকার ও একই ধরণের।

অধিকাংশ কনসেপ্ট ডিজাইনার তাদের আইফোন আইডিয়াতে উদ্ভট কিছু যোগ করেন যেমন ফোনের পিছনের অংশটুকু বাঁকিয়ে ফেলা বা আইপ্যাড ডিজাইন থেকে পুল করা। কিন্তু বেকেট এইক্ষেত্রে ব্যতিক্রম। অ্যাপলের ইঞ্জিনিয়ারিং দক্ষতার দিক বিবেচনা করলে এই ভিডিওতে যা দেখানো হয়েছে তার সবই সম্ভব বলে মনে করা হয় যদিও এই সংযোজনের জন্য অতিরিক্ত ব্যয় বটম লাইনের উপর প্রভাব ফেলতে পারে। তথ্য গুলোর পাশাপাশি ভিডিওটি দেখতে পারেন মূল তথ্যসূত্র থেকে। যদিও এই ভিডিওটি অ্যাপলের তৈরি নয় এবং এতে যেসব ডিজাইন দেখানো হয়েছে তাও নয়। এখানে বাড়তি কিছু দামের ব্যাপার যদিও আছে তথাপি আশা করা যায় এ্যাপল তার ইঞ্জিনিয়ারিং দক্ষতা দিয়ে তা সামলে নিতে পারবে।

এছাড়া আরো কিছু তথ্য জেনে নিন পরবর্তী আই ফোন নিয়ে

২০১২ সালে পাঁচ প্রজন্মের আইফোনের পর অ্যাপল তাদেরফ্ল্যাগশিপ স্মার্টফোনের আকার বড় করেছে। ৫ বছর ধরে চলে আসা স্পোর্টিং ৩.৫ ইঞ্চির পরিবর্তে আইফোন ৫এস এ ৪ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা একে পূর্ববর্তী প্রজন্মের কোন আইফোনের তুলনায় বড়, কম পুরুত্বের এবং ওজনেও হালকা করেছে। এই বছর প্রায় একই ধরণের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট সাজেস্ট করছে যে অ্যাপল দুইটি ভিন্ন মডেলের উপর কাজ করছে, একটি ৪.৭ ইঞ্চির ভার্সন আর আরেকটি এক্সএল ৫.৫ ইঞ্চির ভার্সন।

ভাবছেন তা দেখতে কি রকম হবে?

ডিজাইনার ফেদেরিকো সিসারেচ এই চিন্তাভাবনা থেকেই ধাতব ফ্রেম ও বড় স্ক্রিনের আইফোনের জন্য কনসেপ্ট ডিজাইনগুলোকে একত্র করেছেন। অবশ্যই এর কোনো নিশ্চয়তা নেই যে অ্যাপল এর আইফোন দেখতে এরকমই হবে। তারা বর্তমান মডেলগুলোর ফ্ল্যাট বা ব্যাক ডিজাইনও রেখে দিতে পারে, সিসারেচের কার্ভ মডেলের পরিবর্তে।

কিন্তু আইফোনের জন্য গুজবের মৌসুম মাত্রই শুরু হলো – এখনই সময় বড় কিছুর স্বপ্ন দেখার। আরো বিস্তারিত দেখুন এখানে

তথ্যসূত্র : TC NEWS

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali