দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে বোমা ফাটিয়ে পালানো দুই জঙ্গী বোমারু মিজান ও জঙ্গী সালাহ উদ্দিন দেশ থেকে পালিয়েছে বলে খবর বেরিয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল থেকে পুলিশ হত্যার পর ছিনিয়ে নেয়া হয় ৩ জঙ্গীকে। এদের মধ্যে এক জঙ্গী টাঙ্গাইলের সখিপুরে পুলিশের হাতে ধরা পড়ার পর ক্রস ফায়ারে নিহত হয়। অপর দুই জঙ্গী বোমারু মিজান ও সালাহ উদ্দিন দেশ ছেড়ে পালিয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে তারা অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারকৃত অন্য জঙ্গী সদস্যরা এমন আভাস দিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নয়াদিগন্ত অনলাইন জানিয়েছে, এই দুই জঙ্গীর গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ (সংস্থা-ইন্টারপোলের) সাহায্য চাইবে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে পুলিশ এই ২ জঙ্গীকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তদন্ত করছে ডিবি পুলিশ।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানার সাইনবোর্ড নামক স্থান থেকে সিনেমা স্টাইলে ছিনিয়ে নেয়া হয় ৩ শীর্ষ জঙ্গী মিজান ওরফে বোমারু মিজান, সালাহ উদ্দিন ওরফে সালেহীন এবং রাকিব হাসানকে। এরা ৩ জনই গাজীপুরের কাশিমপুর জেলে বন্দী ছিল।