দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ খৃস্টাব্দ, ৬ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ১৮ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
অঘোরে ঘুম। তাও আবার আনারসের গাদায়! পাহারা দেওয়াও হচ্ছে আবার ঘুমও পাড়া হচ্ছে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।
আনারসের সিজনে এমন দৃশ্য দেখা যায়। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে প্রচুর আনারসের চাষ হয়। তবে দেশের অন্যান্য অঞ্চলেও আজকাল প্রচুর চাষ হচ্ছে আনারসের। আনারসে প্রচুর ভিটামিন রয়েছে। তবে এর সবচেয়ে বড় গুণ হচ্ছে, ভাইরাসজনিত ইনফ্লয়েঞ্জা জ্বর হলে এই আনারস বড়ই উপকার করে। ডাক্তাররা এই জ্বরে আক্রান্তদের আনারস খাওয়ার পরামর্শ দেন।
প্রতিদিনের মতো আজও আমাদের সকালটা হোক শুভ। সকলের জন্য আবারও শুভ কামনা- শুভ সকাল।
(ছবি-সংরক্ষিত)