দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১ এপ্রিল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিচ্ছে রাজধানীর সিএনজি চালিত অটো রিকশা মালিকরা। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
আগামীকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জমা ও ভাড়া বাড়ানোর দাবিসহ ৫ দফা দাবিতে এই কর্মসূচি নিতে যাচ্ছে মালিকরা।
জানা গেছে, ঢাকা মহানগর সিএনজি অটো রিকশা ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা সিটি সিএনজি অটো রিকশা ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর সিএনজি অটো রিকশা ওনার্স এ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটেন ডাক দিয়েছে।
তাদের দাবির মধ্যে রয়েছে:
১. সিএনজি অটোরিকশার লাইফ টাইম ১১ থেকে বাড়িয়ে ১৫ বছর করতে হবে।
২. মিশুকের পরিবর্তে প্রতিশ্রুত সিএনজি অটো রিকশা দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে
৩. মালিকের জমা ৭শ’ টাকা থেকে বাড়িয়ে ৯শ’ টাকা করতে হবে।
৪. সর্বনিম্ন ভাড়া (প্রথম ২ কিলোমিটার) ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা
৫. প্রতি কিলোমিটারের ভাড়া ৭.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করতে হবে।