দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি কি এমন একটি স্থান খুজছেন যেখানে কোন গাড়ী নেই, নেই কোন যান্ত্রিকতা কিংবা নেই কোন দূষণ। তবে আপনার সেই স্বপ্নটি পূরণ করবে গিথ্রোন শহর।
নেদারল্যান্ডের আমস্টারডাম শহর থেকে প্রায় ৫৫ মেইল উত্তরে অবস্থিত এই গিথ্রোন শহর। এই শহরের মূল বৈশিষ্ট্য হলো এখানে কোন গাড়ী চলার রাস্তা নেই। শহরের ভেতর দিয়ে বয়ে গিয়েছে আঁকাবাঁকা অনেক খাল, চলাচলের মূল মাধ্যম এই খালগুলো। শহরের ভেতর প্রায় ১৮০টি ব্রীজ। চলাচলের মূলবাহন হলো পায়ে হাটা, নৌকা অথবা বাইক।
গিথ্রোন হল গাড়িমুক্ত শহর। গিথ্রোনকে বলা হয় ডাচ ভেনিস। তাছাড়াও একে বলা হয় উত্তরের ভেনিস। এর অনন্য সৌন্দর্যমন্ডিত দৃশ্যাবলীর জন্য একে বলা যায় ছবির মতো গ্রাম। এর আঁকাবাঁকা খালের দিকে তাকালে আপনার মনে হবে রবীন্দ্রনাথের সেই ছোটনদীর কথা। শহরের মাঝে রয়েছে উইডেন ন্যাশনাল পার্ক। এটি মূলত ডেনমার্কের সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষণশালা যা দর্শনার্থীরা নৌকায় চড়ে উপভোগ করে থাকেন।
গ্রীষ্মের দাবদাহে আপনি চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন গিথ্রোন শহর থেকে কিন্তু এটি শীতকালীন ভ্রমনের জন্য বেশি জনপ্রিয়। শীতে এখানে বরফাচ্ছাদিত খালে কিংবা লেকে আইসস্কেট করতে পারবেন। তাই আর কোন কিছু চিন্তা না করে আপনার পরবর্তী ভ্রমনের জন্য বেছে নিন নেদারল্যান্ডের গিথ্রোন শহর।
১৯৫৮ সালে ডাচ পরিচালক বার্ট হাস্ট্রা তার বিখ্যাত ছবি ফারফেয়ারের মাধ্যমে এই শহরকে তুলে ধরেন এবং শহরটি পরিচিতি লাভ করে। মজার বিষয় হলো ১২৩০ সালে ভূমধ্যসাগরীয় জলদস্যু দ্বারা গ্রামটি তৈরি হয়।
তথ্যসূত্রঃ হাফিংপোস্ট