দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অর্থাভাবে খালেদা জিয়া বাড়ি দিতে পাারছেন না বলে পত্র-পাত্রিকায় যে খবর বেরিয়েছে, মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি খতিয়ে দেখে সে পরিমাণ অর্থছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ মাধ্যমে জানা যায়, ‘বেগম খালেদা জিয়া অর্থাভাবে প্রায় ৩ বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না’ এমন খবরের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় অর্থ ছাড় দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এমন একটি বিষয় সামনে এনে খালেদা জিয়া দেশের মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা ও রাজনৈতিক ষড়যন্ত্র করছেন কি না তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশ দেন। ওই বৈঠকে অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় কথা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
উল্লেখ্য, গতকাল সোমবার একটি জাতীয় দৈনিকে বলা হয়, অর্থাভাবে প্রায় ৩ বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতি মাসে ২ লাখ টাকা হারে বাড়ি ভাড়া এবং আরও অনেক খরচ রয়েছে। এদিকে ৩ মেয়াদের সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাবগুলোও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবি আর) দীর্ঘ ৭ বছর ধরে জব্দ থাকায় নানা সমস্যা তৈরি হয়েছে। কারণ ব্যাংক থেকে টাকা উত্তোলনের অনুমতি রয়েছে মাত্র ৫০ হাজার। আর এই ৫০ হাজার টাকা দিয়ে সংসার চালাতে পারছেন না সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আয়কর আইনজীবী এই বিষয়টি নিয়ে এনবি আর চেয়ারম্যানের কাছে সাক্ষাতের জন্য বারং বার সময় চেয়েও পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়।