দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন ‘স্মার্ট কার্ড’ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বছরই নতুন এই ‘স্মার্ট কার্ড’ দেওয়ার প্রস্তুনি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্র এ খবর দিয়েছে।
জানানো হয়েছে, নির্বাচন কমিশন এই বছরের শেষের দিকে অক্টোবরে ভোটারদের কাছে পৌঁছে দিতে চাই বিনামূল্যে আধুনিক প্রযুক্তির তথ্যসমৃদ্ধ জাতীয় পরিচয়পত্র।
কমিশন সূত্রে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, টেকসই ও সুন্দর অবয়বের এ কার্ড বহুমুখী ব্যবহারযোগ্য হওয়ায় তা সাধারণভাবে ‘স্মার্ট কার্ড’ হিসেবেই বিবেচিত হবে। কমিশন জানিয়েছে, বিশ্ব ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির পর ইতিমধ্যেই ২ বছর পার হলেও আইনবিধি না থাকায় ‘স্মার্ট কার্ ‘ দেয়ার কাজ শুরু করা যায়নি। আইনি কাঠামো পাওয়া গেছে ইতিমধ্যেই। তাই নতুন অর্থবছরেই স্মার্ট কার্ডের জন্য প্রয়োজনীয় দরপত্র আহবান ও কার্যাদেশ দেয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রকল্প।
কি ধরনেরে এই কার্ড করা হবে তা জানানো হয়নি। তবে এমনও হতে পারে:
জানানো হয়েছে, “জালিয়াতি রোধ, যন্ত্রে পাঠযোগ্য এবং দেখতে সুন্দর হবে এ ‘স্মার্ট কার্ড’। দেশে তৈরি এ কার্ডের প্রাথমিক ব্যয় হবে ২ ডলার বা তার সামান্য বেশি।” প্রথম পর্যায়ে ফ্রি দেওয়া হবে। তবে হারিয়ে গেলে বা নষ্ট হলে তারজন্য একটি নির্ধারিত ফি দিতে হবে। তবে কত ফি দিতে হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। ওই কার্ডের মেয়াদ হবে অন্তত ১০ বছর।
উল্লেখ্য, বর্তমানে যে পরিচয়পত্র বা কার্ড চালু রয়েছে তার প্রথম পৃষ্ঠায় নাম, পিতা ও মাতার নাম, জন্মতারিখ, আইডি নম্বর এবং অপর পৃষ্ঠায় পেছন দিকে ঠিকানা সম্বলিত লেমিনেটিং করা কার্ড দেওয়া হয়ে থাকে ভোটারদের। বর্তমানে ৯ কোটি ২০ লাখের কিছু বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছেন। সর্বশেষ হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত ১০ লাখ ভোটার এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেনি।