দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ৪ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ১৬ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বক। মাছের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ায় নদী-খাল-বিল প্রান্তরে। কোথাও মাছ পেলে অমনি লম্বা ঠোঁটে কামড়ে ধরে। আর এভাবেই চলে তাদের আহার।
আমাদের দেশে এখন আগের মতো দেখা যায় না এসব বক। তবে যেটুকু দেখা যায় তার জন্য যেতে হবে ডোবায়। নদ-নদীর বিভিন্ন প্রান্তরে গেলে দেখা যায় বক। ফড়ফড়ে সাদা দেখতে। যদিও খয়েরি রং-এর বকও রয়েছে। তবে বেশির ভাগ বক দেখা যায় ফকফকে সাদা।
ছবির এই বকটিও সাদা বক। ব্যস্ত সময় পার করছে আহারের সন্ধানে। আমরা ছোটকালে দেখেছি অনেক বক পুকুরের কিনারে এক পা খাড়া করে সঙ দাঁড়িয়ে আছে। এর কারণ আমরা শুনেছি যে, লাঠির মতো দাঁড়িয়ে থাকলে মাছ ধরতে সুবিধা হয়। মাছ যখন এটিকে অন্য কোন বস্তু ভাবে সেই সময় মাছ শিকার করে এই এক পায়ে দাঁড়িয়ে থাকা বক! আমরা আসলেও জানিনা এটি কল্প কাহিনী কি না। ঘটনা যাই হোক, সাদা রঙের বক দেখতে ভালই লাগে। এরা আমাদের প্রাকৃতিক এক সৌন্দর্য বর্ধন করে। তাই এদেরকে শিকারীর হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।