দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইসিসি নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ এও বাংলাদেশকে খেলতে হবে বাছাই টুর্নামেন্ট। মূলত ২০১৯ সালের বিশ্বকাপে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ নবম এবং দশম অবস্থানে থাকা দলকে আইসিসি সহযোগী দেশ সমূহের সাথে বাছাই টুর্নামেন্ট এবং বাছাই টুর্নামেন্টে বিজয়ী দুই দল যুক্ত হবে বিশ্বকাপের মূল পর্বের দল সমূহের সাথে।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভা শেষে দেশে ফিরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বাংলাদেশ খেলবে ওয়ানডে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে। এই বিষয়ে অবশ্য বোর্ডের পরিচালক কেওই মুখ খুলেনি। বোর্ড পরিচালকরা বলছেন, এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছেন না তাঁরা। তবে আইসিসি ২০১৩ সালে ইংল্যান্ডে বার্ষিক সভায় এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২০১৩ সালের ১৬ এপ্রিল আইসিসি ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল (আইডিআই) সভায় ফরম্যাট নিয়ে আলোচনা হয়েছে।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী অবশ্য এক মিডিয়াকে বলেছেন, “এই বিষয়ে আইসিসি এখনো সিদ্ধান্ত নেয়নি, তবে যেকোনো রকম সিদ্ধান্ত নেয়া হলে আমরা তা জানতে পারবো।”
এদিকে আইসিসি’র এই নিয়মে ২০১৮ সালের ৩০ এপ্রিল এর মাঝে নির্ধারিত র্যাঙ্কিং এ নবম এবং একাদশ দলকে খেলতে হবে আইসিসি ৬ সহযোগী দেশের সাথে বাছাই পর্ব। সেখানে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। এক্ষেত্রে বাংলাদেশ যদি ২০১৮ সালের মাঝে বিশ্ব ওয়ানডে র্যাঙ্কিং এর ১ থেকে ৮ তম স্থানে যেতে পারে তবে বাংলাদশকে বাছাই পর্বে খেলতে হবেনা।
তবে এক্ষেত্রে, বাংলাদেশের সামনে নিজেদের র্যাঙ্কিং এর উন্নয়ন অনেক কঠিন এক চ্যালেঞ্জ হবে। কারণ দেশের ক্রিকেটের উন্নয়ন আগের চেয়ে অনেক পিছিয়ে আছে, আমরা সম্প্রতি শেষ হওয়া এশিয়ান কাপ, টি-২০ বিশ্বকাপে দেখতে পেয়েছি বাংলাদেশ দলের বাজে পারফর্মেন্স। তা ছাড়া র্যাঙ্কিং এর এক থেকে আটে থাকা দল সমূহ বাংলাদেশের সাথে খেলতে চায়না। আর তাদের সাথে যদি নিয়মিত বাংলাদেশ খেলতে না পারে তবে তাদের হারানো বা তাদের টপকে র্যাঙ্কিং এর উপরে ওঠাও অসম্ভব। আগে যেখানে আইসিসি নিয়ম অনুযায়ী সকল দেশকে একে-অন্য দলের সাথে নিয়ম করেই খেলতে হতো, তবে এখন আইসিসি তিন এলিট দেশ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নতুন নিয়মে কোন দেশের সাথে কোন দেশ খেলবে তাও নির্ধারণ করে দিবে। ফলে বাংলাদেশের সাথে আইসিসির প্রথম সারির দেশ সমূহের খেলা না খেলা একান্ত তাদের ইচ্ছের উপর নির্ভর করছে।
সূত্রঃ ক্রিক-ইনফো