দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাইক্রোসফট নোকিয়া কোম্পানী অধিগ্রহনের পর বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করেছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর মাইক্রোসফট নোকিয়ার সেলফোন বিভাগের নাম পরিবর্তন করছে।
মাইক্রোসফট তাদের নিজেদের নামে নোকিয়া সেলফোন বিভাগের নামকরণ করছে। নোকিয়া সেলফোন আগে বাজারজাতকরণের পূর্ববর্তী নাম ছিল নকিয়া ইনকর্পোরেশন। বর্তমানে এর নাম হবে মাইক্রোসফট মোবাইল কর্পোরেশন। এছাড়াও সেলফোনের নাম হবে মাইক্রোসফট মোবাইল। যদিও নোকিয়ার ব্র্যান্ড নাম নোকিয়াই থাকবে। নোকিয়া পাওয়ার ইউজার নামক একটি সাইট সূত্রে এই তথ্যগুলো জানা গিয়েছে। প্রাপ্ত সুত্র থেকে আরো জানা যায় যে নোকিয়ার আর্থিক লেনদেনের সবকিছুই এখন নিয়ন্ত্রিত হবে মাইক্রোসফট মোবাইল কর্পোরেশনের নামে। সেখানে বলা হয়, “অনুগ্রহ করে এই তথ্যটি লিপিবদ্ধ করুন যে মাইক্রোসফট এবং নোকিয়ার সকল লেনদেন নোকিয়া কর্পোরেশনের পরিবর্তে মাইক্রোসফট কর্পোরেশনের মাধ্যমে হয়ে থাকবে। বর্তমানে মাইক্রোসফট মোবাইল হলো নোকিয়ার সকল ধরনের বাণিজ্যিক ইনভয়েস এবং আয়করের বৈধ কর্তৃপক্ষ।
নোকিয়া পূর্বে ফিনল্যান্ডের একটি কোম্পানী হিসেবে থাকায় এর নামের সাথে যুক্ত ছিল ওওয়াইজে। অর্থাৎ পূর্বে নোকিয়া কর্পোরেশনকে বলা হত নোকিয়া ওওয়াইজে। কিন্তু মাইক্রোসফট এটি গ্রহণের পর ইংরেজি ভাষায় এর নামের সাথে কর্পোরেশন যুক্ত করা হয়। মাইক্রোসফট শুধুমাত্র নোকিয়ার সেলফোন বিভাগটি কিনে নেয়নি তার পাশাপাশি তাদের হার্ডওয়্যার অংশটিও কিনে নেয়। নোকিয়ার সকল হার্ডওয়ার এবং ডিভাইসের বর্তমান বৈধ মালিকানা মাইক্রোসফট কোম্পানীর, ফলে এর নীতি নির্ধারণ সিদ্ধান্তগুলো গ্রহণ করবে মাইক্রোসফট।
মাইক্রোসফট গত বছরের সেপ্টেম্বর মাসে ৭.২ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যে নোকিয়া কোম্পানী অধিগ্রহণ করে। নোকিয়ার শেয়ারহোল্ডাররা এই অধিগ্রহণটি স্বীকৃতি দেয় ২০১৩ সালে নভেম্বর মাসে। একটি ছোট প্রেস ব্রিফিং এর মাধ্যমে সর্বশেষ নোকিয়া জানায় এপ্রিল ২৫ তারিখ ২০১৪ সাল থেকে নোকিয়ার সকল কিছুর স্থলাভিষিক্ত হবে মাইক্রোসফট কর্পোরেশন।
তথ্যসূত্রঃ ম্যাশেবল