দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাদেশের গুরুত্বপূর্ণ সড়ক, যেমন জাতীয়, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে যানবাহন চলাচলের জন্য টোল আরোপ ১ জুলাই থেকে শুরু হচ্ছে।
গত ২৪ মার্চ মন্ত্রিসভায় টোল নীতিমালা-২০১৪ অনুমোদন করা হয় এরপর গণমাধ্যমে টোল নিয়ে শুরু হয় আলোচনার ঝড়। সকল শ্রেণী পেশার মানুষ এই টোেলের বিরোধীতা করে আসছে। কিন্তু পরদিন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরে এ বিষয়ে আশ্বস্ত করে বলেছিলেন, নতুন টোল নীতিতে বিদ্যমান জাতীয়, আঞ্চলিক এবং জেলা সড়কগুলোতে কোনো টোল আরোপ করা হবে না। আবার নতুনভাবে কোনো সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ করা হবে কি না, তাও সরকার সার্বিক বিবেচনায় এনে সিদ্ধান্ত নিবে বলে উল্রেখ্য করেন যোগাযোগমন্ত্রী। অপর দিকে সচিব ভুল ব্যাখ্যা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, নতুন টোল নীতিমালা অনুযায়ী- কনটেইনার, বাস, ট্রাক থেকে শুরু করে রিকশা, ভ্যান, বাইসাইকেল এমনকি ঠেলাগাড়িসহ সব ধরনের যানবাহন ১৩টি ক্যাটাগরিতে এই টোলের আওতায় আনা হচ্ছে।