দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঝড়ের কবলে পড়ে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীতে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এইমাত্র পাওয়া খবরে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
ফাইল ফটো
জানা যায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়ায় ঝড়ের কবলে পড়ে এমভি শাথিল-১ নামের ওই লঞ্চটি ডুবে যায়। লঞ্চটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিল। যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে এখনও কেও বলতে পারছেন না।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার কলাগাছিয়া লঞ্চ ঘাট থেকে ১ কিলোমিটার দক্ষিণে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চডুবির পর স্থানীয় লোকজন ট্রলার এবং নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাওকে উদ্ধার করা যায়নি। অর্ধ শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।