The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

নারায়ণগঞ্জে হরতাল চলছে

(ফাইল ছবি)

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় জেলা আইনজীবী সমিতির ডাকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রিকশা, বাস, ট্রেন সহ কোনোরকম যানবাহন চলাচল করছনা।


(ফাইল ছবি)
(ফাইল ছবি)

রোববার ভোর থেকে হরতালের সমর্থনের নগরীতে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ১৮ দলীয় জোটসহ বাম দলগুলোর নেতারা। এ সময় তারা খুনীর ফাঁসির দাবিতে স্লোগান দেন। এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ৭টায় একটি বাস ভাঙচুর করেছে হরতালকারীরা। এছাড়া সকাল ৭টায় শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নূর মসজিদের সামনে একটি বাস (নারায়ণগঞ্জ-ব ০২-০০৭৩) ভাঙচুর করে হরতালকারীরা।

সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ-কমলাপুর রেলপথের চাষাঢ়া এলাকায় রেলপথ অবরোধ করে রাখে তারা। ফলে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ‘সকালে ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে আসলেও হরতাল ও রেলপথ অবরোধের কারণে সেটি আর নারায়ণগঞ্জে আসতে পারেনি।’

হরতালের সমর্থনে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের সর্বস্তরেরর মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। হরতালের সমর্থনে সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আইনজীবীরা সমাবেশ করে।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। কোথাও কন বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ তৎপর রয়েছে।

এদিকে হরতালে স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। মহাসড়কের মৌচাক থেকে সাইনবোর্ড পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের সমর্থকদের হরতালের অংশগ্রহণ করার কথা থাকলেও এখন পর্যন্ত তারা কেউ রাস্তায় নামেনি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali