The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গরমের তাপদাহ থেকে নিজেকে সুস্থ রাখতে ৬টি টিপস

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গ্রীষ্মের এই সময় রোদের তাপদাহ আমাদের ত্বকের গভীর থেকে গভীরে গিয়ে প্রভাব ফেলে। রোদের প্রচণ্ড এই তাপমাত্রা শরীরের মধ্যে যন্ত্রণাদায়ক অনুভূতি সৃষ্টি করে থাকে। কিছু কিছু পন্থা অবলম্বন করলে আপনি এই গরমে যন্ত্রণাদায়ক অনুভূতি থেকে মুক্ত থাকতে পারবেন।


sunlight

গরমের এই সময়ে একটি আর্দ্রতাপূর্ণ দিনে আপনার ত্বকে লবণাক্ততা সৃষ্টির পেছনে রয়েছে মাংসপেশির মধ্যে রক্তের প্রবাহ। কেননা বাইরের প্রচণ্ড তাপে আপনার শরীরকে একটি বিপদজনক অবস্থা থেকে রক্ষা করতে শরীরের রক্তপ্রবাহ বেড়ে যায়। তারমানে এই যে, রক্তপ্রবাহের মাত্রা যখন কমতে শুরু করবে তখন তা আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। যখন আপনার ত্বক বাইরের তাপে জর্জরিত তখন মাংসপেশির এনজাইম ভাঙতে শুরু করবে এবং শরীরের সঞ্চিত শক্তি গ্লাইকোজেন আরো বেশি হারে পুড়তে থাকবে। এর কারণ শরীরের ভেতরের পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। বাইরের এই প্রচণ্ড তাপে নিজেকে কি করে সুস্থ রাখবেন তার কয়েকটি পন্থা এখানে তুলে ধরা হলো।

১. হালকা এবং স্বাভাবিক খাবার গ্রহণ করুন

দিনের শুরু করতে পারেন ফলসমৃদ্ধ খাবার খেয়ে। অর্থাৎ সকালের নাস্তায় কিছু ফলজাতীয় খাবার রাখুন। গ্রীষ্মের সময় অনেক ধরনের ফল পাওয়া যায় যা শরীরের ত্বকের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। যেমন, তরমুজ, পেঁপে, আম। সাইট্রাসসমৃদ্ধ ফল শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বেশ কার্যকর ভূমিকা রাখে। তাই সুযোগ পেলেই একগ্লাস লেবুর শরবত খেতে পারেন। যা আপনার শরীরের চাঙ্গাভাব ফিরিয়ে আনবে। হালকা খাবার গ্রহণ করুন। আপনি যদি ভারী খাবারের প্রবণতা থেকে থাকে তবে হালকা খাবার কয়েকবার করে গ্রহণ করতে পারেন।

২. খাবারের তালিকায় অবশ্যই সালাদ রাখতে পারেন

রাতের ভারী খাবারে সালাদ রাখতে পারেন। গ্রীষ্মের সবজি, লেটুস এবং শসার মিলিত সালাদটি এই সময়ে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে। কারণ এই ধরনের সবজিতে থাকে প্রচুর পরিমাণ পানি। যা গরমের দাবদাহে শরীরের মধ্যে পানির চাহিদা পূরণ করে।

heat stroke

৩. নিজের সাথে রাখুন স্যালাইন পানি কিংবা গ্লুকোজ পানি

গরমের এই সময়ে শরীর প্রচণ্ড ঘামায়। ফলে শরীর থেকে বেরিয়ে যায় প্রয়োজনীয় পানি ও লবণ। এর ফলে আপনার শরীর হয়ে পড়ে অবসন্ন এবং ক্লান্ত। দেখা দেয় নানা ধরনের উপসর্গ যেমন, মাথা ধরা, মাথা ঘোরানো এইগুলো হলো হিটস্ট্রোকের লক্ষণ। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আপনি সবসময় সাথে রাখতে পারেন স্যালাইন পানি কিংবা গ্লুকোজ পানি। কেননা স্যালাইন পানি আপনার শরীরের লবণের ঘাটতি দূর করবে। অপরদিকে গ্লুকোজ পানি রোদের তাপে বের হয়ে যাওয়া শক্তির ঘাটতি পূরণ করবে।

৪. পেঁয়াজের রস

যদি বাইরে রোদের তাপে আপনার ত্বক জ্বালাপোড়া করে তবে ত্বকের পুড়ে যাওয়া অংশে কিছু পেঁয়াজের রস লাগিয়ে দিন। পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের জ্বালাপোড়া প্রশমিত করবে।

৫. ভিটামিন ই ক্যাপসুল

অনেকেই রোদের মধ্যে চলাফেরা করলে ঘামাচিতে আক্রান্ত হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে ঘামাচি নিরোধক পাউডার ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না। এই জন্য আপনি ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন।

৬. সুতি কাপড় পরিধান করুন

ঢোলাঢালা পাতলা সুতি কাপড় পরিধান করুন। কেননা আপনি বেশি ঘামাচিতে আক্রান্ত হলে ভারী কাপড়ের ঘষায় শরীরে ইনফেকশন হতে পারে।

গরমের এই সময়টায় লেবুর শরবত বেশ কার্যকর। এটি ঠাণ্ডা রাখে। দিনে কয়েকবার লেবুর রসের শরবত খেতে পারেন। কিন্তু যাদের এসিডিটির সমস্যা রয়েছে তারা এই ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।

তথ্যসূত্রঃ নিউট্রিশানভিস্তা

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali