দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারায়ণগঞ্জ সেভেন মার্ডার ঘটনার প্রধান আসামী নূর হোসেনের দেহরক্ষী মামুনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সেভেন মার্ডার ঘটনার প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মামুনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল নামে একটি বোর্ডিংয়ের ১১নং কক্ষ থেকে মামুনকে আটক করে পুলিশ। এই সময় ৫ রাউন্ড গুলিভর্তি দুটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয় তার কাছে থেকে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ও হোটেল থেকে নূর হোসেনের দেহরক্ষী মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পয়েন্ট ৩ বোরের দুটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
এদিকে দেহরক্ষী ও গতকাল এজাহারভুক্ত ৩নং আসামী গ্রেফতার হলেও প্রধান আসামি নূর হোসেন এবং আদালতের নির্দেশনা সত্বেও র্যাবের ৩ কর্মকর্তাকে এখনও গ্রেফতার না করায় নারায়ণগঞ্জবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম তার ৫ সহযোগী এবং আইনজীবি চন্দন কুমার সরকার ও তার ড্রাইভারসহ মোট ৭ জনকে অপহরণ করা হয়। এর ৩ দিনের মাথায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। র্যাবের জড়িত থাকার অভিযোগও ওঠে।