দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসস্থানের কোন সুযোগ না পাওয়ায় দীর্ঘ ২২ বছর ধরে কলম্বিয়ার এক দম্পতি বসবাস করছে ম্যানহোলে। ৬২ বছর বয়স্ক ম্যাগুলিন রেস্ট্রিপো, তার স্ত্রী মারিয়া গার্সিয়া এবং তাদের কুকুরকে নিয়ে দিব্যি সুখে কাটছে এই ম্যানহোলের জীবন!
ম্যানহোলে থাকার পরও তাদের একটি দুশ্চিন্তা সারাক্ষণ ঘিরে রাখে আর তা হলো কখন সরকারি লোক এসে তাদের এই ম্যানহোল থেকে বের করে দেয়। দীর্ঘ ২২ বছর তাদেরকে এই দুশ্চিন্তাই ঘিরে রাখলেও তারা এখনো কলম্বিয়ার মেডেলিন শহরের ম্যানহোলে ভালোভাবেই আছেন।
এই ম্যানহোলটি দৈর্ঘ্য ১০ ফুট আর প্রস্থে ৪.৫ ফুট এবং উচ্চতা ৬.৫ ফুট। এক চিলতে এই জায়গায় রয়েছে ছোট্ট রান্নাঘর, বিছানা, চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা এবং রঙ্গিন টেলিভিশন। এই সব নিয়ে বেশ সুখে শান্তিতে দিনানিপাত করছেন এই দম্পতি।
ম্যানহোলটিকে বসবাসযোগ্য করে তুলেছেন। ২০১২ সালে বিবিসি তাদের এই জীবনের উপর একটি ডকুমেন্টারী প্রচার করে। সেই ডকুমেন্টারীতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাগুলিন রেস্ট্রিপো বলেন, তিনি তার এই জীবন নিয়ে বেশ সুখী। কখনো কখনো মনে হয় আমি কলম্বিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশ সুখে রয়েছি।
ম্যাগুলিন রেস্ট্রিপো এবং তার স্ত্রীর এমন জীবন যাপন এবং সুখে থাকা সমাজের অনেক উচ্চবিত্ত মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সুখের জন্য কোটি টাকার ঘরের দরকার হয়না, দরকার হয় সামান্য কিছুতেই তৃপ্ত হওয়ার মানসিকতা। আমাদের সমাজের অনেক অট্টালিকায় বসবাস করা ধনী শ্রেণীতে সব আছে কেবল সুখ নেই। ম্যাগুলিন রেস্ট্রিপো সুখে আছেন বলেই জীবনের ২২টি বছর স্ত্রীকে নিয়ে সুখে কাটিয়ে দিয়েছেন ম্যানহোলে।
ভিডিওতে আরো দেখুনঃ
সূত্রঃ নিউইয়র্ক ডেইলি নিউজ | ফটো ব্লগ এনবিসি নিউজ