জেনে নিন যে কারণে আপনার শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমাদের শরীরের প্রায় ৬০ শতাংশ হলো পানি। তাই গরমের সময় ঘাম কিংবা অন্য কোনভাবে শরীর থেকে পানি কমে গেলে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়। চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে আমাদের শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে।


১. ডায়াবেটিস

ডায়াবেটিস পানিশূন্যতা তৈরি হওয়ার অন্যতম কারণ। রক্তে যখন সুগারের পরিমাণ বেড়ে যায় তখন শরীর অতিরিক্ত এই সুগার বের করে দেওয়ার জন্য বার বার মূত্রত্যাগ করে। ফলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। ফলে পানিতৃষ্ণা, মাথা ঘোরানো ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

২. পিরিয়ড

মেয়েদের পিরিয়ডের সময় শরীরের এস্ট্রোজেন এবং প্রোজেস্টরন হরমোনের প্রভাবে পানির অভাব দেখা দেয়। তাই এই সময় মেয়েদের স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পরিমাণ পানি পান করা উচিত

Related Post

৩. ডায়েটিং

যারা শরীরের ওজন কমানোর জন্য অতিরিক্ত ডায়েটিং করেন এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার পরিহার করেন তারা শরীরে পানিশূন্যতায় ভুগতে পারেন। কার্বোহাইড্রেটযুক্ত খাবার অন্যান্য খাবারের চেয়ে বেশি পরিমাণ পানি ধারণ করে। যা শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু ডায়েটিং এর ফলে এই ধরনের খাবার পরিহারের ফলে শরীরে পানির অভাব দেখা দেয়।

৪. মানসিক চাপ

মানসিক চাপের ফলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম এবং প্রস্রাবের বেগ পায়। যার ফলে শরীর থেকে পানি বের হয়ে যায়। যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তাদের শরীর কাঁপতে থাকে কিংবা মাথা ঘোরায়।

৫. বিশেষ ধরনের ঔষধ

অনেক সময় কিছু কিছু ওষুধের প্রভাবে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া অনুসারে শরীর থেকে অতিরিক্ত ঘাম কিংবা মূত্রত্যাগ হয়। ফলে শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তার মধ্যে প্রধান হলো পানিশূন্যতা।

This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৪ 11:29 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

কয়েকটি ভুলের কারণে বর্ষাতে বেড়ে যেতে পারে চুল পড়ার সমস্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্ষা এলেই উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার জন্য চুলে দেখা দেয়…

% দিন আগে

ঘুম ভাঙলেই ঘন মালাইয়ের দুধ চায়ে চুমুক? ক্ষতিটা কী হচ্ছে জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের অভ্যাস রয়েছে সকালে ঘুম থেকে উঠেই দুধ চায়ে চুমুক…

% দিন আগে

যেভাবে মেটার এআই চ্যাটবট ফেসবুকে সাহায্য করবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে দখল করে আছে পুরো জায়গা। বিশ্বের অন্যতম…

% দিন আগে

মেহজাবীন অভিনীত যে নাটকে নিজেদের খুঁজে পাচ্ছেন শত শত নারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেলিভিশন ও সামাজিক যোগযোগ মাধ্যম মিলিয়ে এবার ঈদ প্রচার হয়েছে…

% দিন আগে

ফৌজদারি অপরাধে দায়মুক্তিও পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প: সুপ্রিম কোর্ট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে যে, সাবেক প্রেসিডেন্ট…

% দিন আগে

বিজ্ঞানীদের গবেষণা: শুধু জেনেটিক কারণই নয় পৃথিবীর শেষ ম্যামথের অন্যকোনো মৃত্যুরহস্যও রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গ্রহের শেষ জীবিত পশমি ম্যামথ গোষ্ঠী একটি এলোমেলো ও…

% দিন আগে