দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ শুরু হয়েছে ১২ জুন। শুরুর পর এই ৫ দিনে দুটি হ্যাটট্রিক হয়েছে। একটি গোলের হ্যাটট্রিক অপরটি লাল কার্ডের হ্যাটট্রিক।
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ শুরুর ৫ দিনের মাথায় পর্তুগালের বিপক্ষে গোলের হ্যাটট্রিক করেন জার্মানির থমাস মুলার। আবার একই দিনে আরও একটি হ্যাটট্রিক হয়েছে- আর তাহলো লাল কার্ডের হ্যাট্রিক! গতকাল সোমবার জার্মানি বনাম পর্তুগালের খেলার সময় পর্তুগালের ডিফেন্ডার পেপে ম্যাচের ৩৭ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এটি মিলিয়ে এবারের ব্রাজিল বিশ্বকাপে লাল কার্ড পাওয়ার হ্যাটট্রিক পূর্ণ হলো।
এবারের বিশ্বকাপের তৃতীয় দিন উরুগুয়ে এবং কোস্টারিকার মধ্যকার ম্যাচে উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানে পেরেইরা বিশ্বকাপের প্রথম লালকার্ড পান। তার ঠিক পরের দিন চতুর্থ দিনে ফ্রান্স এবং হন্ডুরাসের ম্যাচে হন্ডুরাসের উলসন প্যালিসিয়াস পান দ্বিতীয় লালকার্ড। ৫ম দিন থমাস মুলারকে আঘাত করার পাশাপাশি স্লেজিং করার অপরাধে ম্যাচ রেফারি পেপেকে লাল কার্ড দেখান। এটি পেপের ক্যারিয়ারের ১৩তম লাল কার্ড। পেপের এই লাল কার্ড শুধু জার্মানির সঙ্গের ম্যাচই নয়, সামনের ম্যাচেও প্রভাব পড়তে পারে। শুধু ফাউল নয়, সহযোগী খেলোয়াড়ের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন পেপে। যে কারণে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে ৩ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এমনটা ধারণা করা হচ্ছে।