দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বের কোটি কোটি ফুটবল দর্শকদের কাছে ওচোয়া এখন একটি পরিচিত নাম। ব্রাজিল আর মেক্সিকো ম্যাচের ব্রাজিলের বিরুদ্ধে পুরো ম্যাচে একাই প্রতিরোধ দেয়াল হিসেবে দাঁড়িয়ে সারাবিশ্বে পেয়েছেন পরিচিতি। ব্রাজিলের সাথে মেক্সিকোর এই খেলায় মেক্সিকান এই গোলরক্ষক ব্রাজিলের আক্রমণকে প্রতিহত করে পেয়েছেন খ্যাতি।
গুইলারমো ওচোয়া বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে পরিচিতি পেয়েছেন শুধুমাত্র ব্রাজিলের সাথে এই ম্যাচে গোল সেভ করে। নেইমার আর ফ্রেডদের আক্রমণের মুখে যখন পুরো মেক্সিকো দল নাস্তানাবুদ তখন গুইলারমো ওচোয়া একাই গড়েছেন প্রতিরোধ। তিনি যেন ওয়ান ম্যান আর্মি। বেশ দক্ষতার সাথে সেরা ৫টি গোল সেভ করে বর্তমান বিশ্বের সেরা সেভটি এখন তার দখলে। সেভটি দেখুন ভিডিওতেঃ
http://youtu.be/OUt-1TMHXtg
২০১০ সালের ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ড আর স্পেনের খেলায় নেদারল্যান্ডের অরিয়েন রোবেনের একটি দুর্দান্ত আক্রমণাত্মক শটকে আটকে দেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তার এই অসামান্য অবদানের স্বরূপ স্পেন জিতে নিয়েছিল সেবারের বিশ্বকাপ। গোলরক্ষকদের সেরা সেভের তালিকায় এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে। ইকার ক্যাসিয়াসের এই সেভটি দেখুন ভিডিওতেঃ
http://youtu.be/sS3zDPEwU_U
১৯৭০ সালের বিশ্বকাপের একটি সেভ। জনপ্রিয়তার ভিত্তিতে এটাই সম্ভবত এ যাবতকালের সেরা সেভ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেলের একটি দুর্দান্ত হেডকে রুখে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেন ইংল্যান্ডের গোলরক্ষক গর্ডন ব্যাংকস। ভিডিওতে দেখুন সেই সেভঃ
২০০৬ সালের বিশ্বকাপে ফাইনালে জিনেদিন জিদানের অসাধারণ হেড রুখে দেন ইতালির গোলরক্ষক জিওন বুফন। জিদান নিজেও এই হেডটি রুখে দেওয়ার বিষয়ে বেশ আশ্চর্য হয়ে পড়েন। ফলশ্রুতিতে ইতালি জিতে নেয় সেবারের বিশ্বকাপ। বুফনের সেই সেভটি দেখুন ভিডিওতেঃ
ক্যামেরুন ১৯৯০ সালের বিশ্বকাপে অংশ নিয়ে আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে হারিয়ে দেন। সে জয়ের পুরোটাই ছিল ক্যামেরুনের গোলরক্ষক থমাস এস কেনোর অবদান। জিওন বুফনের প্রিয় খেলোয়াড় ছিলেন এই কেনো। তার খেলা দেখেই অনুপ্রাণিত হয়ে জিওন বুফন হন ইতালির গোলরক্ষক। এমনকি তিনি তার ছেলের নাম রাখেন থমাস এস কেনো। ভিডিওতে দেখুনঃ