দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর রায় আজ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় হওয়ার কথা থাকলেও আজ তা হচ্ছে না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান ইনায়েতুর রহিম এ আদেশ দেন। সেই সঙ্গে নিজামীর সুস্থতার প্রতিবেদন দ্রুত জানাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়, আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। ৩টি কারণে শুধু আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া যেতে পারে। কারণগুলো সম্পর্কে বলা হয়, আসামি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকলে, জামিন নিয়ে পলাতক থাকলে এবং আদালতে আসতেে আসামী অস্বীকার করলে। এই ৩টি কারণ বাদে আসামির অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করতে পারে না বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় আজ মঙ্গলবার ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়ে দেয়। সেই হেতু আসামির অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা না করার আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে পরবর্তীতে কবে রায় ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।