The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বকাপ ২০১৪ দ্বিতীয় সেমিফাইনাল: নেদারল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৪ আসরের সেমিফাইনালের দ্বিতীয় খেলায় নেদারল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে চলে গেলো আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯০

মিনিটে ও পরে ৩০ মিনিটের অতিরিক্ত খেলায় কেও গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় খেলা।


argentina-vs-netherlands

বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/DhakaTimesWPApp
NokiaX – http://store.nokia.com/content/520905

বিশ্বকাপ ফুটবলে এবারের খেলায় বেশ কিছু অঘটন ঘটেছে। তারমধ্যে অন্যতম হয়ে থাকবে গতকালকের ব্রাজিল বনাম জার্মানির খেলা। কারণ খুব কম সময়ের মধ্যে বেশি গোল দেওয়ার রেকর্ড হয়েছে গতকাল। তাছাড়া এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ গোল দেওয়ার রেকর্ডও হয়েছে। আজকের এই খেলায় এবারের বিশ্বকাপে অপরাজেয় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস্। বাংলাদেশের বেশির ভাগ দর্শকরা তাকিয়ে আছে আর্জেন্টিনার বিশেষ করে মেসির দিকে। এখন সময়ই বলে দেবে মেসির আর্জেন্টিনা কি করে।

মেসির জাদু দেখতে চাই দর্শরা

Brazil - Argentina-3

এক সময় আর্জেন্টিনা মানেই ম্যারাডোনাকে বোঝানো হতো। এখন দিন পাল্টেছে। এখন সময় এসেছে মেসির। মেসির পায়ের জাদু দেখার জন্য বিশ্বের কোটি কোটি দর্শকরা উদগ্রীব হয়ে আছেন। তিনি কি পারবেন তাঁর সেই জাদুর মাধ্যমে ফাইনালে উঠতে। অপেক্ষা করতে হবে খেলার শেষ পর্যন্ত।

রেকর্ড বলছে- টাইব্রেকার ভাগ্যে এগিয়ে আছে আর্জেন্টিনা

নকআউট পর্বে আসলেই টাইব্রেকারের প্রশ্ন আসে। নির্ধারিত সময় খেলা শেষ না হলে টাইব্রেকারের প্রশ্ন আসে। আসুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ও নেদার‌ল্যান্ডস্ এর টাইব্রেকার ভাগ্য কেমন।

আর্জেন্টিনা:

# ১৯৯০ সালে দুবার টাইব্রেকারে জেতে আর্জেন্টিনা। এ বছর কোয়ার্টার-ফাইনালে যুগোস্লাভিয়া এবং সেমিফাইনালে ইতালিকে হারায় আর্জেন্টিনা।

# ১৯৯৮ বিশ্বকাপেও ঘটে এই একই ঘটনা। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা।

# কিন্তু ২০০৬ সালে আর হয়নি। জার্মানির কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা।

নেদারল্যান্ডস:

বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত মাত্র দুবার টাইব্রেকারে গড়ানো ম্যাচ খেলে নেদারল্যান্ডস।

# ১৯৯৮ সালের ঘটনা। সেবার টাইব্রেকারে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় নেদারল্যান্ডসকে।

# একই বিশ্বকাপে আবার টাইব্রেকার ভাগ্যের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। কোয়ার্টার-ফাইনালে কোস্টারিকাকে হারাতে সক্ষম হয় নেদারল্যান্ডস।

আর্জেন্টিনা:

নিকনেম: দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু
কোচ: আলেসান্দ্রো সাবেলা
অধিনায়ক: লিওনেল মেসি

সম্ভাব্য একাদশ:

Argentina

লিওনেল মেসি, হিগুয়েন, সোর্হিয়ে রোমেরো, পাবলো সাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, হাভিয়ের মাসচেরানো, এসকুয়েল গারাই, মার্কোস রোহে, ফার্নান্দো গাগো, হিগুয়েন, সার্জিও আগুয়েরো।

নেদারল্যান্ডস:

নিকনেম: অরেঞ্জি
অধিনায়ক: রবিন ফন পার্সি
কোচ: লুই ফন গাল

সম্ভাব্য একাদশ:

World-Cup-Netherlands-national-team-2014

ইয়েস্পার সিইয়েসেন, ড্যারিল ইয়ানমাত, রন ফার, ব্রুনো মার্টিনস, দালি ব্লাইন্দ, লেরোয় ফিয়ের, জার্মেইন লান্স, নিজেল দি ইয়ং, ওয়েসলি স্নেইডার, আরিয়েন রোবেন, রবিন ফন পার্সি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali