দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ভোরে ঝিনাইদহে ট্রেন-বাস সংঘর্ষে ১১ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। প্রায় ১২ ঘণ্টা রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ ভোর ৪টার দিকে ঝিনাইদহের বার বাজার রেলষ্টেশন সংলগ্ন রেলক্রসিং এ ট্রেন-বাস সংঘর্ষে ১১ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ওই দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই এবং পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু ঘটে। আহত আর ৬০ থেকে ৭০ জনকে কালিগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহদের মধ্যে ১০/১২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
হিন্দু ধর্মাবলম্বীর সনাতনি বিয়ে শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে বর ও বধুর কিছু হয়নি। কারণ তারা অন্য একটি গাড়িতে ছিল। কিন্তু আত্মীয়স্বজনদের বহনকারী বাসটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। আহতরা জানিয়েছেন রেলক্রসিং এ সময় গেট না দেয়া থাকায় এ দুর্ঘটনা ঘটে। তাছাড়া সে সময় অন্ধকার থাকায় কিছু বোঝা যাচ্ছিল না।
দুর্ঘটনার পর ঝিনাইদহ জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছবি: বাংলাদেশ নিউজ২৪ এর সৌজন্যে।