দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের ১৩তম চাঁদ বা সুপার মুন দেখতে বাড়ির ছাদে আর খোলা জায়গায় মধ্যরাতে ভিড় করেছিলেন অনেকেই। অনেকেই আবার এই সুদর্শনা চাঁদের ছবি তুলে রেখেছেন, দি ঢাকা টাইমস যারা চাঁদের ছবি তুলেছেন তাদের জন্য বিশেষ ফটো সাবমিট প্রতিযোগিতার আয়জন করেছে।
আপনি সুপার মুনের যদি কোনো ছবি তুলে থাকেন নিজের ক্যামেরাতে, তবে আপনার তোলা ছবি দি ঢাকা টাইমসের ফেসবুক পেইজের ‘নিজের ক্যামেরায় তোলা সুপার-মুনের ছবি পোস্ট করুন আর জিতে নিন নগদ পুরুস্কার!’ শীর্ষক পোস্টের কমেন্টে মন্তব্যে পোস্ট করুণ। আমরা যার ছবি কমেন্টে সর্বচ্চো লাইক হবে সেই হবে বিজয়ী। আর বিজয়ীর জন্য থাকছে নগদ ৫০০ টাকা পুরুস্কার।
জেনে নিন প্রতিযোগিতার সম্পূর্ণ নিয়ম-
-
প্রথমে আপনাকে “নিজের ক্যামেরায় তোলা সুপার-মুনের ছবি পোস্ট করুন আর জিতে নিন নগদ পুরুস্কার!” এই শিরোনামের দি ঢাকা টাইমসের ফেসবুক ফ্যান পেইজের পোস্টে নিজের ক্যামেরায় ধারন করা ছবি কমেন্ট হিসেবে পোস্ট করুন।
-
দি ঢাকা টাইমসের ফেসবুক পেইজটি লাইক করুন।
-
এই পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করুন।
-
যার ফটো কমেন্টে সবচেয়ে বেশি লাইক দিবে পাঠক তাকেই দি ঢাকা টাইমসের পক্ষ থেকে সুপার মুন ছবি প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ধরে নেয়া হবে।
বিজয়ীর সাথে দি ঢাকা টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং ঘোষিত নগদ পুরুস্কার বিজয়ীর দেয়া নাম্বারে বিকাশ করে দেয়া হবে।
[আপডেট]
দি ঢাকা টাইমসের সুপার মুন ছবি প্রতিযোগিতার বিজয়ী আমরা পেয়ে গেছি, বিজয়ীর নাম Bayzid Sad Jahan। অভিনন্দন Bayzid Sad Jahan আপনাকে, আপনার পুরষ্কার আপনার সাথে যোগাযোগ করে পৌঁছে দেয়া হবে।
তার দেয়া ছবিটি দেখুন, যেখানে সর্বাধিক ৭০ টি লাইক হয়েছে। সত্যি ছবিটি সুন্দর এবং নান্দনিক।