দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কালে কালে আর কত কিই না দেখতে হবে। তেল, গ্যাস, ব্যাটারি এমনটিক বাতাসেও গাড়ি চলে এমন খবর শোনা যায়। কিন্তু এবার গাড়ি চলবে আখের রসে- এমন খবর সকলকে বিস্মিত করেছে।
এখন থেকে রাজপথে যেসব গাড়ি চলবে তাতে তেল বা গ্যাসের পরিবর্তে থাকবে আখের রস দিয়ে! হয়তো মনে হতে পারে এমনটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের বদৌলতে এমন অসম্ভবও এখন সম্ভব হয়েছে। সবচেয়ে ভালো দিক হলো এই গাড়ির কোনো ধোঁয়া ছড়াবে না। আর তাই পরিবেশ দূষণ হবে না এই গাড়ি থেকে। আবার পেট্রোল, ডিজেল কিংবা গ্যাসের থেকেও পাওয়া যাবে কম দামে। সম্প্রতি শর্করা প্রযুক্তি বিশেষজ্ঞ এন কে শুক্লা দিয়েছেন এমনই তথ্য।
তিনি বলেছেন, ‘আখের রস থেকে পাওয়া ইথানলের সাহায্যেই চলতে পারে গাড়ি। এটি ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। এই ইথাইল অ্যালকোহল একটি পরিশুদ্ধ অ্যালকোহল। ১ মেট্রিক টন আখ হতে পাওয়া যাবে ৭৫ লিটার ইথানল।’
সংবাদ মাধ্যম বলেছে, ভারতের মুম্বাই ও নাগপুরে দুটি বাস এবং একটি গাড়ি চলছে আখের রসে। শুরু হতেই ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে এই মিষ্টি যান। খুব শীঘ্রই এটি ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও যাত্রা শুরু করবে বলে জানা গেছে।
এন কে শুক্লা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। পেট্রোল, ডিজেলের দাম দিন দিন বাড়ছে। আবার সরকারকেও এনিয়ে প্রচুর ভতুর্কি দিতে হয়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে আখের রস।
আমাদের দেশে প্রচুর আখ উৎপাদন হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই আখকে ভালোভাবে কাজেও লাগানো যায় না। যদি এই আখের রসে গাড়ি চালানোর প্রযুক্তি আমরাও আনতে পারি তাহলে প্রচুর জ্বালানি সাশ্রয় হবে। কারণ আমাদের দেশে জ্বালানি খাতে প্রচুর ভর্তুকি দিতে হয়।