দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা মেডিক্যাল থেকে চুরি যাওয়া সেই নবজাতককে অবশেষে উদ্ধার করা হয়েছে। এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
উদ্ধার করা শিশু ও ইনসেটে মায়ের কোলে অপর শিশু
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে অবশেষে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করেছেন র্যাব। গতকাল বুধবার গভীর রাতে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রোম্মান মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেছেন, বুধবার গভীর রাতে শিশুটিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকার আনন্দ বাজার হতে উদ্ধার করা হয়। আমেনা খাতুন ও রহিমা নামে ২ জনকে আটক করা হয়েছে। আজ সকাল ১১ টায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জমজ পুত্র সন্তানের জন্ম দেন রাজধানীর মোহাম্মদপুরের এফ ব্লকের জহুরী মহল্লার ৪১/৯ এর বাসিন্দা রুনা আক্তার। এর পরের দিন ২১ আগস্ট কান্না থামানোর নাম করে অপরিচিতা এক নারী রুনার কাছ হতে এক শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি শুরু করেন। এরপর ওই মহিলাসহ নবজাতক নিখোঁজ হয়।
শিশু চুরির ঘটনায় ওইদিনই হাসপাতালের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি ও কর্তব্যরত নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।