দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে শাহাদাত হোসেন লিটন পরিচালিত এই প্রজন্মের মিষ্টি প্রেমের ছবি ‘লাভ স্টেশন’।

৫ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পেতে যাওয়া ‘লাভ স্টেশন’ সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগতা মিষ্টি জান্নাত। ঢালিউডে অভিষেক ঘটতে যাওয়া এই নতুন নায়িকা মিষ্টির বিপরিতে রয়েছে এ সময়ের সম্ভাবনাময় আরেক তারকা বাপ্পি। এই ছবিতে নায়ক ও নায়িকা কাজল-নিবিড় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করবেন এই প্রজন্মের দুই নায়ক-নায়িকা- এমনটিই আশা করছেন ছবির পরিচালক ও কলা-কুশলিরা।

‘লাভ স্টেশন’ ছবির গল্পে দেখা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষা শেষ করে নিজের শহর চট্টগ্রামে যাওয়ার পথে নিবিড়ের সঙ্গে রেলস্টেশনে দেখা হয়ে যায় ঢাকার স্থায়ী বাসিন্দা কাজলের সঙ্গে। গল্পের চরিত্রের স্বভাব অনুযায়ী ট্রেনের টিকিট কাউন্টারেই মেয়েদের সঙ্গে দুষ্টুমি করতে থাকে নিবিড়। তার ওই দুষ্টুমিটি বাড়াবাড়ি মনে হতে থাকে লাইনে থাকা কাজলের। আর নাটকীয়তার শুরু এখান থেকেই হয়। এরপর ট্রেনের বিলম্ব, বিভিন্ন ঘটন-অঘটনে ক্রমেই আকর্ষণীয় হয়ে ওঠতে থাকে পুরো স্টেশন। নাটকীয়তা আরও জমে ওঠে যখন কাজল এবং নিবিড়ের পাশাপাশি সিট পড়ে।
জীবনের প্রথম সিনেমা সম্পর্কে মিষ্টি জান্নাত সংবাদ মাধ্যমকে ঠিক এভাবেই তার মনোভাব প্রকাশ করে বলেন, ‘আমার কোনো কিছু বলা একদম বোকামি হবে। আমার একটিই প্রত্যাশা তাহলো, শুরুটা যেনো জমজমাট হয়। মূলত এই টার্গেট নিয়েই আমি চলচ্চিত্রে এসেছি।’ এতে আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, শাহনূর, কাজী হায়াত, মারুফ আকিব, রাশেদা চৌধুরী, রেহেনা জলি প্রমুখ।
পরিচালক শাহাদাত হোসেন লিটনও বেশ আশাবাদি। তিনি বলেছেন, ‘মিষ্টি নতুন হলেও খুব ভালো কাজ করেছে। আমি মনে করি এই প্রজন্মের দর্শকরা এই জুটিকে সাধুবাদ জানাবে। ছবিটিতে যে মিষ্টি প্রেমের কাহিনী রয়েছে তা সকলকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’