দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ, ১২ জেলক্বদ ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আনারসের মাঠের ছবি। এভাবেই মাঠের পর মাঠ আনারস ধরে থাকে জমিতে। কৃষকরা এগুলো তুলে বাজারজাত করেন।
বাংলাদেশের বিভিন্ন স্থানে আনারসের চাষ হয়ে থাকে। তবে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আনারসের চাষ বেশি হয়ে থাকে। এক সময় আনারস খেতেও অনেকটা বেগ পেতে হতো। কারণ আনারস কাটার পর তারমধ্যে যে চোখের মতো দেখা যায়, সে চোখগুলো ছুরি-চাকু জাতীয় ধারাল অস্ত্র দিয়ে তুলে ফেলে খেতে হতো। কিন্তু নানা গবেষণার পর এখন যেসব আনারসের চাষ হয়ে থাকে এগুলোতে কোনো চোখ থাকে না। শুধু চুচা ছুলে ফেলে দিলেই খাবার যোগ্য হয়ে যায়।
আজকের এই আনারসের মাঠের ছবিটিও কিন্তু একটি দুর্লভ। এমন ছবি সাধারণত চোখে পড়ে না। তাই এমন একটি ছবির জন্য আলোকচিত্রীকে ধন্যবাদ। আপনি যদি এমন আনারসের মাঠ স্বচোক্ষে দেখতে চান তাহলে টাঙ্গাইল কিংবা সিরাজগঞ্জ চলে যান। আনারসের সিজেনের সময় গেলে এমন মাঠ দেখতে পারবেন।
ছবি: mbasic.facebook.com এর সৌজন্যে।