The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গুগল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সারাবিশ্বে গুগলকে চিনে না এমন মানুষকে খুজে বের করা বর্তমান সময়ে বেশ দুষ্কর। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে তারা বর্তমানে জায়ান্ট হিসেবেই বিখ্যাত। গুগল ইনকর্পোরেশন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানী। গুগল বর্তমানে শুধু সার্চ ইঞ্জিন নয় বরং তার চেয়েও বেশি কিছু। আজ আমরা আপনাদের সামনে গুগলের সেই অজানা বিষয়গুলো তুলে ধরবো।


Screenshot.24261.1000000

১। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই কথা কি জানি যে, গুগলের যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে। ক্যালিফোর্নিয়ার সান্তা মার্গারিটা এভিনিউর সুসান ওজচিক্কি গ্যারেজে শুরু হয় গুগলের যাত্রা ১৯৯৮ সালে।

২। প্রথম দিকে গুগলের কর্মী ছিলেন সার্গেই আর ল্যারি। তাই তারা দুপুরের লাঞ্চে যাওয়ার সময় হোমপেজে লিখে রেখে যেতেন, সার্গেই এবং ল্যারি এখন দুপুরের খাবার খাচ্ছে তাই কোন ধরনের যান্ত্রিক ত্রুটি এখন সমাধান সম্ভব নয়। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

৩। গুগলের টুইটার পেজে প্রথম টুইটটি ছিল “I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010” এতবড় সংখ্যা দেখে নিশ্চয়ই ভাবছেন এর মানে কি? এর অর্থ হলো I am feeling lukcy। এটি বাইনারি ভাষায় লেখা একটি কথা।

11965616673_f3f7836330_b1

৪। ১৯৯৮ সালে গুগলের যাত্রা শুরু হলেও গুগল সারাবিশ্বের কাছে প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিতি পায় ২০০০ সালের দিকে। এর আগে সারাবিশ্বে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ছিল ইয়াহু। এই ইয়াহু গুগলকে ১ মিলিয়ন ডলারে কিনে ফেলার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা তা কিনেনি। আজ গুগল ২০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিষ্ঠান আর ইয়াহু ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিষ্ঠান।

৫। গুগলে প্রতিঘন্টায় সার্চ হয় প্রায় ১ বিলিয়ন কী ওয়ার্ড। এরজন্য গুগলের রয়েছে প্রায় ১ মিলিয়ন সার্ভার। সামগ্রিক হিসেবে এটি সারাবিশ্বের মোট সার্ভারের ২ শতাংশ হলো গুগলের।

৬। গুগল কিন্তু এলিয়েনদেরও সার্ভিস দিয়ে থাকে। গুগলে রয়েছে প্রায় ৮০টির মতো ভাষা তার মধ্যে একটি হলো স্টার ট্র্যাক। এছাড়া সাম্প্রতিক গুগল এলিয়েন খোজার মিশনে নেমেছে তারা নাসার সাথে যৌথভাবে অ্যালিয়েন খোজার মিশনে কাজ করছে।

৭। গুগল সার্চ বক্সে আপনি যদি লিখেন ২৪১৫৪৩৯০৩। তবে দেখতে পাবেন অদ্ভুত কিছু ছবি। ছবিগুলোতে কিছু মানুষ ডীপফ্রিজের ভেতরে মাথা ঢুকিয়ে বসে আছে। এই রকম আরো কিছু পাগলামি রয়েছে গুগলের। তেমনি কিছু কী ওয়ার্ড লিখে আপনি I am feeling lucky বাটনে ক্লিক করুন আর দেখুন চমক। লিখুন, Google Gravity, Epic Google, Google Loco Google Hacker, Google Mogic, Google Moon।

Screenshot_1

৮। মাইক্রোসফট, অ্যাপল প্রত্যেকেই গুগলকে কিনে ফেলতে চেয়েছিল। মাইক্রোসফট কয়েকবার চেষ্টার পর গুগল কিনতে না পেরে বিং নামের সার্চ ইঞ্জিন চালু করে। যা মূলত গুগলের সাথে প্রতিযোগিতা করার জন্য।

৯। অ্যান্ড্রয়েড, ক্রোমবুক, নেক্সাস, গুগল গ্লাস ছাড়াও গুগল আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে তার মধ্যে রয়েছে গুগল ফাইবার যা দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করবে। এছাড়া গুগল ড্রোন, গুগল রোবট, গুগল কার সহ আরো অনেক কিছু।

১০। গুগল তার নামের আশেপাশে প্রায় ৫০০০০ নাম নিজেদের করায়ত্ত করে রেখেছে। আপনি google এর কম্বিনেশন করে যতগুলো দেখতে মানানসই নাম পাবেন তার সবগুলোই গুগল কিনে রেখেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali